মেয়েদের সোলো ট্রিপ নিয়ে আর চিন্তা নেই, এই দ্বীপে পুরুষ প্রবেশ নিষেধ
এই সময় | ০১ মার্চ ২০২৪
বর্তমানে সব দিকে এগিয়ে গিয়েছে নারী। কোনও দিকেই আর পিছিয়ে নেই। গোটা বিশ্বজুড়ে বিভিন্ন ক্ষেত্রে এখন নারী শক্তির জয়জয়কার। গহীন অরণ্য হোক কিংবা আকাশচুম্বী পর্বতশৃঙ্গ এমন কী সাগরের মাঝে জেগে থাকা প্রবাল দ্বীপে অবাধ বিচরণ নারীদের। তবে মহিলাদের ভ্রমণে সব থেকে যে দিকটি চ্য়ালেঞ্জের তা হল নিরাপত্তা। অনেক সময় পুরুদের অযাচিত আচরণের শিকার হতে হয় নারীদের। এই বিষয়টি নারীদের ভ্রমণকে ঝুঁকিপূর্ণ করে তোলে।জানেন এমন এক দ্বীপ রয়েছে যেখানে শুধুমাত্র নারীরাই ভ্রমণ করতে পারেন। পুরষদের সেখানে প্রবেশে মানা। দ্বীপটির নাম, 'সুপার শি' দ্বীপ। এখানকার কাহিনি জানলে ভ্রমণপিপাসু নারীরা কিছুটা আশ্চর্য হতে পারেন বটে। তবে এটি এমন একটি দ্বীপ যেখানে শুধুমাত্র নারীদেরই প্রবেশাধিকার রয়েছে, পুরুষরা এখানে প্রবেশ করতে পারেন না।
ফিনল্যান্ডের দক্ষিণ উপকূলবর্তী শহর রেইসবর্গ মিশে গিয়েছে বাল্টিক সাহরে। সৈকতের কাছাকাছি বাল্টিক সাগরের বুকে রেইসবর্গ দ্বীপপুঞ্জের একটি ছোট্ট দ্বীপ ফিওর্ড্স্কার। এর আয়তন ৮.৪ একর। এটি ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কির অন্তর্গত রেইসবর্গ শহরের অংশ। ২০১৮ সাল থেকে ফিওর্ড্স্কারই সুপার শি নামে বিশ্বের প্রথম ও একমাত্র নারীদের দ্বীপের মর্যাদা অর্জন করে।
২০১৭ সালে ফিওর্ড্স্কার দ্বীপটি কিনে নেন জার্মান বংশোদ্ভূত মার্কিন নারী উদ্যোক্তা ক্রিস্টিনা রথ। তিনি ফোর্বসের দ্রুত সাফল্য অর্জকারী শীর্ষ দশজন নারী উদ্যোক্তাদের মধ্যে একজন। ২০১৬ সালে তিনি তাঁর প্রযুক্তি পরামর্শদানকারী সংস্থা 'ম্যাটিসিয়া কন্সাল্ট্যান্ট্স'-কে বিক্রি করেন ৬৫ মার্কিন ডলারে। ক্রিস্টিনা এই ফিওর্ড্স্কারের মালিক হওয়ার পর থেকেই এই দ্বীপের নামকরণ হয় 'সুপার শি'। ক্রিস্টিনার উদ্দেশ্য ছিল মূলত নেটওয়ার্ক বৃদ্ধির মাধ্যমে বিশ্বের নানা পেশাজীবী নারীদের সংস্পর্শে আসা।
শুরু থেকেই রথ এই দ্বীপে নারীদের প্রবেশের রীতি চালু রেখেছিলেন। তবে দ্বীপের বিদ্যুৎ ও জল লাইন স্থাপণের জন্য পুরুষ নির্মাণ শ্রমিকদের প্রবেশাধিকার ছিল। এছাড়া রথের ঘনিষ্ঠজনদের মধ্যে অল্প কিছুসংখ্যক পুরুষের বিশেষ অনুমতি ছিল রথের। রথ বেশ কয়েকটি সংবাদমাধ্যমকে এই উদ্য়োগের কথা জানিয়েছিলেন। দ্বীপের সংস্কারের আগেই অনুরোধ আসতে শুরু করেছিল বুকিংয়ের। পৃথিবীর নানা প্রান্ত থেকে ৮ হাজেরেরও বেশি নারী পর্যটকের আবেদন এসেছিল সেবার। ২০১৮ সালের ২৩ জুন পুরো একটি দ্বীপ রিসর্ট হিসেবে যাত্রা শুরু করে এই 'সুপার শি'। ২০২৩ সালে এক মিলিয়ন ইউরোতে এই দ্বীপটি কিনে নেন শিপিং কর্মকর্তা ডেয়ান মিহভ । মালিকানা বদলের পরও সেখানে একই চিত্তবিনোদনের ব্যবস্তা রয়েছে মহিলাদের জন্য।