বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে IED ব্লাস্ট? সিসিটিভি ফুটেজে চাঞ্চল্যকর প্রমাণ
এই সময় | ০১ মার্চ ২০২৪
বেঙ্গালুরুর এক ব্যস্ত ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। বিস্ফোরণের কারণ নিয়ে পুলিশের মধ্যে তৈরি হয়েছে ধোঁয়াশা। আইইডি বিস্ফোরণ বলে প্রাথমিক অনুমান তাঁদের। বিস্ফোরণ নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। সন্দেহভাজন এক জনকে সনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
ব্যস্ততম সময়ে ক্যাফেতে বিস্ফোরণের ঘটনাট উদ্বেগ প্রকাশ করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী। বিস্ফোরণে জড়িতদের দ্রুত খুঁজে বের করার জন্য দিয়েছেন নির্দেশ। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম তাঁদের প্রতিবেদনে জানিয়েছে, ঘটনার পর ক্যাফে সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বেঙ্গালুরু পুলিশ। একটি ফুটেজে এক ব্যক্তিকে একটি ব্যাগ রাখতে দেখা গেছে। বিস্ফোরণটি আইইডি দ্বারা হয়েছে বলে পুলিশের অনুমান। ওই ব্যক্তি ব্যাগে করে বিস্ফোরক এনেছিল বলে সন্দেহ করছে পুলিশ।
কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানিয়েছেন, আইইডি মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। সিসিটিভি ফুটেজে সন্দেহভাজনের হদিশ মিলেছে বলেও জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছেন, সন্দেহভাজন একটি ব্যাগ সঙ্গে করে নিয়ে এসেছিল। ক্যাফেতে ঢুকে ক্যাশিয়ারে কাছে যায় সে। এরপর খাবার নেয়। তাঁর পরিচয় জানার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
অভিযুক্তেক খোঁজ পেতে ক্যাশ কাউন্টারের কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলেও জানিয়েছেন সিদ্দারামাইয়া। এরই পাশাপাশি বিস্ফোরণে জখমদের চোট গুরুতর নয় বলেও আশ্বস্ত করেছেন। এই ঘটনাকে রাজনীতির রঙ না দেওয়ার জন্য সমস্ত রাজনৈতিক দলের কাছে আবেদন জানিয়েছেন তিনি। অভিযুক্ত খুব শীঘ্রই ধরা পড়বে বলেও দিয়েছেন আশ্বাস।
এদিকে বেঙ্গালুরুর ক্যাফেতে বিস্ফোরণ নিয়ে সিদ্দারামাইয়া সরকারকে নিশানা করেছেন বিজেপি সাংসদ তেজস্বী সূর্য। এক্স বার্তায় বিস্ফোরণ নিয়ে মুখ্যমন্ত্রীর জবাব চেয়েছেন তিনি। সেই সঙ্গে এটা বোমা বিস্ফোরণের ঘটনা বলেও করেছেন দাবি।
বেঙ্গালুরুর কুন্দালাহাল্লির রামেশ্বরম ক্যাফেতে শুক্রবার দুপুর প্রায় ১টা নাগাদ ভয়াবহ বিস্ফোরণটি হয়। গ্যাস সিলিন্ডার ফেটে ঘটনাটি ঘটে বলে একটি সর্বভারতীয় সংবাদসংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছিল। বিস্ফোরণের পর আগুন দেখা যায়নি বলে প্রত্যক্ষদর্শীদের একাংশ জানিয়েছেন। চারদিক কালো ধোঁয়ায় ঢেকে যায়। গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হলে আগুন দেখা যেত বলে মনে করছেন তারা।এদিকে, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশের দল। আসে দমকলবাহিনীও। বিস্ফোরণ স্থান থেকে নমুনা সংগ্রহ করেছে ফেরনসিকের একটি দল। পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে। এরই পাশাপাশি বিস্ফোরণে আহতদের স্থানীয় একটি হাসপাতালে করা হয়েছে ভর্তি।