প্রচারে এড়াতে হবে ধর্মস্থান, লোকসভা ভোটের আগে রাজনৈতিক দলগুলিকে কড়া নির্দেশ নির্বাচন কমিশনের
এই সময় | ০১ মার্চ ২০২৪
এগিয়ে আসছে লোকসভা নির্বাচন। এখনও পর্যন্ত নির্ঘণ্ট প্রকাশ না হলেও লোকসভা নির্বাচনের প্রচারের সময় বিভিন্ন জনসভায় রাজনৈতিক দলের নেতাদের ভাষণ নিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি নির্বাচন কমিশনের। নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
আশা করা হচ্ছে মার্চের মাঝামাঝি নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে। যদি এই সব নিয়ম লঙ্ঘন করা হয় তবে কড়া ব্য়বস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। উল্লেখ্য, এবার থেকেৃ অ্যাপের সাহায্যে নির্বাচনের আয়-ব্যয় সংক্রান্ত সমস্ত বিষয়ের ওপর নজর রাখতে পারবে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, যে মুহুর্তে ২২টি এজেন্সি কোনও কিছু তথ্য পাবে, সেই তথ্য তখনই আপলোড করা হবে অ্যাপে। একইসঙ্গে রাজনৈতিক দলগুলিও যদি কোনওরকম ভাবে কমিশনের নিয়ম বহির্ভূত কাজ করতে যায় তাও অ্যাপের মাধ্য়মে ধরা পড়বে। অর্থাৎ প্রযুক্তিকে কাজে লাগিয়ে এক নিমেষে সকল কাজকে হাতের মুঠোয় আনতে চাইছে কমিশন। তাই কমিশনের এই পদক্ষেপ। এছাড়াও শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে জাতীয় নির্বাচন কমিশনের তরফে একজন আন্ডার সেক্রেটারি পদাধিকারী সহ ২ সদস্যের এক প্রতিনিধি দল আসে। যেখানে কমিশনের সব প্রযুক্তির ওপর নির্ভরকারী অ্যাপকে নিয়ে তাঁরা বিশেষভাবে প্রশিক্ষণ দেন। এই অ্যাপগুলিতে সবকিছুতেই নির্ধারণ করা রয়েছে সময়। সেই সময়ের মধ্যেই সংশ্লিষ্ট কাজ শেষ করতে হবে। না হলে কাজ করবে না অ্যাপটি। অর্থাৎ, কোনও প্রার্থী তাঁর মনোনয়ন জমা করার পর সঙ্গে সঙ্গেই তাঁকে ওই অ্যাপের মধ্যে তা আপলোড করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে অ্য়াপে কোনও কাজ করা যাবে না। শুধু তাই নয়, কেন উক্ত সময়ের মধ্যে কাজ শেষ করা গেল না সেই বিষয়ে জবাবদিহি করতে হবে কমিশনের কাছে। নির্বাচনে কোনও রকম ফাঁক ফোকড় না রাখতে কমিশন এবার সব দিক থেকেই রীতিমতো কোমর বেঁধে নেমে পড়েছে। আগামী লোকসভা নির্বাচনে কোনও বিষয়ে কাউকে রেয়াত করে রাজি নয় নির্বাচন কমিশন।