• বিয়ের ১৩ বছর শুনতে পারেননি মা ডাক, রুদ্ধশ্বাস প্রতিক্ষার শেষে একসঙ্গে ৩ সন্তানের জন্ম মহিলার
    এই সময় | ০১ মার্চ ২০২৪
  • একটি, দু’টি নয়। কয়েক মিনিটের ব্যবধানে এক্বেবারে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক মহিলা। বিয়ের প্রায় ১৩ বছর দম্পতি জীবনে এসেছে খুশীর হাওয়া। ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের অশোকনগর জেলায়। সদ্যজাতদের ওজন স্বাভাবিকের চেয়ে কম হওয়ায় অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে।
    মধ্য প্রদেশের অশোকনগর জেলার পাডোরা গ্রামের বাসিন্দা রীনা নামে এক মহিলার গত মঙ্গলবার প্রসব যন্ত্রণা ওঠে। এরপরেই তাঁর স্বামী ছতর সিং তাঁকে জেলা হাসাপাতালে নিয়ে গিয়েছিলেন ভর্তি করতে। ওখানেই রীনা কয়েক মিনিটের ব্যবধান তিন সন্তানের জন্ম দিয়েছেন। এক মেয়ে এবং ২ ছেলে। হাসপাতালে সূত্রে জানা গিয়েছে, বিকেল ৫ টা ৪৩ মিনিটে প্রথম কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন ওই মহিলা।
    প্রথম সন্তানের ওজন ছিল ৪০০ গ্রাম। দ্বিতীয় শিশুটি ছেলে হিসেবে জন্মগ্রহণ করে ৫টা ৪৫ মিনিট নাগাদ। যার ওজন ১ কেজি ১০০ গ্রাম। তৃতীয় শিশু ছেলেটির জন্ম হয়েছিল ৫টা ৪৬ মিনিট নাগাদ। তার ওজন ১ কেজি ৩০০ গ্রাম। শিশু তিনটির ওজন স্বাভাবিকের চেয়ে কম হওয়ায়, তাদের এসএনসিইউ ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে তাদের।রীনার স্বামী ছতর সিং জানিয়েছেন, ১৩ বছর আগে তাঁদের বিয়ে হয়েছিল। কিন্তু সন্তান না হওয়ায়, চিন্তিত ছিলেন তাঁরা। এ ব্যাপারে বেশ কয়েকজন চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন তিনি। মহিলার স্বামী জানিয়েছেন, কয়েক মাস আগে গর্ভবতী হয়ে পড়েছিলেন স্ত্রী। এরপর চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছিল তাঁকে।
    পরে সোনোগ্রাফি করে জানা যায় যায় যে তিন সন্তানের জন্ম দিতে চলেছেন ওই মহিলা। ২৭ ফেব্রুয়ারি প্রসব যন্ত্রণা ওঠার পর হাসপাতালে ভর্তি করা হয়েছিল রীনাকে। এদিকে, তিন সন্তানের জন্ম হওয়ায় দম্পতি পরিবারে নেমে এসেছে খুশির হাওয়া।মধ্য প্রদেশে কয়েক মিনিটের ব্যবধানে তিন সন্তানের জন্মানোর ঘটনা এই প্রথম নয়। গত বছর ফেব্রুয়ারি মাসে রাজ্যের রায়সেন জেলায় কয়েক মিনিটের ব্যবধানে তিন সন্তানের জন্ম দিয়েছিলেন এক মহিলা। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুল্যান্সেই তিন সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি।
    রায়সেন জেলার পিপলিয়া গলি গ্রামের বাসিন্দা জ্যোতি নামে ওই মহিলার ঘটনার দিন প্রসব যন্ত্রণা শুরু হয়। প্রথমে তাঁকে গ্রামের একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে, ভোপালের একটি হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু অ্যাম্বুল্যান্স করে যাওয়ার পথেই তিন সন্তানের জন্ম দিয়েছিলেন জ্যোতি নামে ওই মহিলা।
  • Link to this news (এই সময়)