তৃতীয় স্থানে বাংলা, দেশে কোন কোন রাজ্যে কতগুলি লোকসভা আসন? জানুন
এই সময় | ০১ মার্চ ২০২৪
সামনেই লোকসভা নির্বাচন। খুব শীঘ্রই নির্ঘণ্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন। তবে ইতিমধ্যেই কোমর বেঁধে প্রস্তুতি শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দলগুলি। এই প্রতিবেদনে আলোচনা করব দেশে ক'টি লোকসভা কেন্দ্র রয়েছে, লোকসভা কেন্দ্রের প্রতিনিধিরা কাদের দ্বারা নির্বাচিত হন ইত্যাদি বিভিন্ন বিষয়ে।ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভা, সংসদ সদস্য (MP)-দের গঠিত। সাংসদরা প্রত্যক্ষবভাবে জনগণের দ্বারা নির্বাচিত হন। বর্তমানে ৫৪৩টি লোকসভা আসন রয়েছে। লোকসভা আসনের নিরিখে বাংলায় স্থান তৃতীয়।
বিজেপির এবারের টার্গেট লোকসভায় ৫৪৩ টি আসনের মধ্যে ৪০০ টি আসনে জয়লাভ করা। প্রসঙ্গত, ১৯৮৪ সালে রাজীব গান্ধীর নেতৃত্বে কংগ্রেস ৪০০ আসনে জয়লাভ করেছিল। সেই কথাকে মাথায় রেখে এবারে ছক সাজাতে চাইছে বিজেপি। তৈরি হয়েছে বিরোধী জোট ইন্ডিয়া। যুদ্ধের ময়দানে এনডিএ বনাম ইন্ডিয়া। ইতিমধ্যে কয়েকটি রাজ্যে আসন রফাও চূড়ান্ত হয়েছে। স্বয়ং প্রধানমন্ত্রীও মাঠে নেমে আক্রমণ শানাচ্ছেন বিরোধী জোট।