• যুবরাজ-অক্ষয়-কঙ্গনা থেকে আসানসোলে বড় চমক! বিজেপির প্রার্থী তালিকায় কোন কোন হেভিওয়েটরা?
    এই সময় | ০১ মার্চ ২০২৪
  • লোকসভা নির্বাচনে এবার ৪০০ পার করার টার্গেট বেঁধে দিয়েছেন নরেন্দ্র মোদী। আর সেই টার্গেট পূরণে ঝাঁপিয়ে পড়েছে BJP নেতৃত্বাধীন NDA। বৃহস্পতিবার মধ্যরাত ৩টে পর্যন্ত অমিত শাহ এবং জে পি নাড্ডার সঙ্গে প্রার্থীতালিকা নিয়ে বৈঠক সারেন নমো। ১৬ রাজ্যের ১০০ প্রার্থীর নাম ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার। লোকসভা ভোটের প্রথম ধাপের প্রার্থীতালিকায় থাকতে পারে একের পর এক চমক।

    সূত্রের খবর, BJP-র প্রথম প্রার্থীতালিকায় নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং, স্মৃতি ইরানি সহ একাধিক হেভিওয়েটের নাম থাকার সম্ভাবনা। এ ছাড়া একাধিকের নাম বাদ পড়তে পারে বলেও খবর।

    কোন কোন চমক থাকতে পারে প্রার্থীতালিকায়?

    সূত্রের খবর, পঞ্জাবের গুরুদাসপুর থেকে লোকসভায় ডেবিউ করতে পারেন ক্রিকেটার যুবরাজ সিং। অভিনেতা অক্ষয় কুমার টিকিট পেতে পারেন দিল্লির চাঁদনি চক আসন থেকে। বিদেশমন্ত্রী এস জয়শংকর এবার লোকসভায় লড়তে পারেন বলেও খবর। ভদোদরা থেকে টিকিট পেতে পারেন তিনি। মধ্য প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে টিকিট দেওয়া হতে পারে ভোপাল বা বিদিশা থেকে। অভিনেত্রী কঙ্গনা রানাউত লড়তে পারেন মণ্ডি আসন থেকে। নবভারত টাইমসে প্রকাশিত একটি খবর থেকে এমনটাই জানা যাচ্ছে। তবে এখনও পর্যন্ত গেরুয়া শিবিরের পক্ষ থেকে কোনওরকম আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

    ১৬ রাজ্যের ১০০ প্রার্থীর নাম ঘোষণার সম্ভাবনা

    বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত BJP-র কেন্দ্রীয় নির্বাচনী সমিতির বৈঠকে ১৬টি রাজ্যের নানা কেন্দ্রকে ফোকাসে রাখা হয়। এই রাজ্যগুলির মোট ১০০টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা হতে পারে বলে খবর। বৈঠকে যে ১৬টি রাজ্যের প্রার্থীদের নাম নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে রয়েছে গোয়া, অসম, উত্তর প্রদেশ, ঝাড়খণ্ড, গুজরাট, জম্মু ও কাশ্মীর, মধ্য প্রদেশ, ত্রিপুরা, উত্তরাখণ্ড, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, কেরালা, রাজস্থান, দিল্লি, তেলঙ্গানা এবং চণ্ডীগড়। এর মধ্যে উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ এবং ছত্তিশগড়কে বিশেষভাবে ফোকাসে রাখা হয়েছে।

    প্রথম প্রার্থীতালিকায় কার কার নাম থাকার সম্ভাবনা

    নরেন্দ্র মোদী - বারাণসী
    অমিত শাহ - গান্ধীনগর
    রাজনাথ সিং - লখনউ
    নীতিন গডকড়ি - নাগপুর
    পীযূষ গোয়েল - মুম্বই নর্থ
    মনসুখ মান্ডব্য - রাজকোট
    স্মৃতি ইরানি - আমেঠি
    যুবরাজ সিং - গুরুদাসপুর
    অক্ষয় কুমার - চাঁদনি চক
    এস জয়শংকর - ভদোদরা
    জ্যোতিরাদিত্য সিন্ধিয়া - কেন্দ্র নিয়ে জল্পনা
    গণেশ সিং - কেন্দ্র নিয়ে জল্পনা
    ফগ্গন সিং - কেন্দ্র নিয়ে জল্পনা
    শিবরাজ সিং চৌহান - ভোপাল অথবা বিদিশা
    পবন সিং - আসানসোল
    হর্ষবর্ধন - চাঁদনি চক
    কঙ্গনা রানাউত - মণ্ডি
    রবিন্দর রায়না - অনন্তনাগ
    বৃজভূষণ শরণ সিংয়ের ছেলে - গোন্ডা
    প্রবেশ শর্মা - পশ্চিম দিল্লি
    মনোজ তিওয়ারি - উত্তর পূর্ব দিল্লি
    রমেশ বিধুরি - দক্ষিণ দিল্লি
  • Link to this news (এই সময়)