• 'এর আগে এত বড় নোটের পাহাড় দেখেছেন? সিনেমাতেও দেখা যায় না', দুর্নীতি ইস্যুতে তোপ মোদীর
    এই সময় | ০১ মার্চ ২০২৪
  • রাজ্যে পা রেখেই দুর্নীতি নিয়ে রাজ্য সরকারকে তুলোধোনা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আরামবাগের জনসভা থেকে ‘দুর্নীতি’ ইস্যুতে রাজ্যকে চরম খোঁচা মোদীর। বর্তমান রাজ্য সরকারের আমলে ‘দুর্নীতি’এবং ‘অপরাধ’ ভরে গিয়েছে বলে দাবি মোদীর। ফ্ল্যাট থেকে উদ্ধার করা যে পরিমাণ নোটের বান্ডিল দেখা গিয়েছে, সেটা সিনেমাতেও দেখা যায় না বলে কটাক্ষ তাঁর। তাঁর কথায় উঠে আসে, প্রাইমারি শিক্ষক নিয়োগ থেকে শুরু করে পুরসভায় নিয়োগ দুর্নীতি, সীমান্ত দিয়ে গোরু পাচার সহ রাজ্যের একাধিক দুর্নীতি প্রসঙ্গ।
    মোদী জনসভা থেকে এদিন বলেন, ‘তৃণমূল কংগ্রেস বাংলায় অপরাধ এবং দুর্নীতির একটি নতুন মডেল বানিয়ে ফেলেছে। রাজ্য সরকারকে দুর্নীতিকে প্রশয় দেয়। অপরাধকে প্রশয় দেয়।’ তাঁর কথায়, অপরাধীদের নিরাপত্তা দেওয়ার কারণে এই রাজ্যে তৃণমূল নেতাদের প্রচুর অর্থ রোজগার হয়। সন্দেশখালির ঘটনার রেশ টেনে যেভাবে অপরাধকে প্রশ্রয় দেওয়া হয়েছে, তার নিন্দা করেন প্রধানমন্ত্রী।
    এরপরেই তাঁর বক্তৃতায় উঠে আসে দুর্নীতির প্রসঙ্গ। ২০২১ সালের জুলাই মাসে গ্রেফতার হয়েছিলেন তৎকালীন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই সময় তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের একাধিক ফ্ল্যাট থেকে উদ্ধার গিয়েছিল কাঁড়ি কাঁড়ি টাকা। সেই প্রসঙ্গ টেনে আনেন মোদী। তিনি বলেন, ‘তৃণমূল দুর্নীতি করার জন্য কোনও জায়গা ছাড়েনি। সেই কারণে তৃণমূল নেতার বাড়ি থেকে নোটের বান্ডিল বের হচ্ছে।’ এরপরেই দর্শকদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন নমো। তিনি বলেন, ‘আপনারা নোটের বান্ডিল দেখছেন না দেখেনি। আপনারা সবাই নিশ্চয়ই দেখেছেন। সিনেমায় কোনওদিন এত নোট দেখেছেন কিনা সন্দেহ আছে।
    ’শাসক দলের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে দুর্নীতি ইস্যুকেই প্রধান হাতিয়ার করেছে রাজ্য বিজেপি। সেই সূত্র ধরে, রাজ্যে একাধিক দুর্নীতির কথা তুলে ধরে সভায় উপস্থিত দর্শকদের সঙ্গে জনসংযোগ তৈরি করেন মোদী। প্রাথমিক শিক্ষক নিয়োগ থেকে গোরু পাচার একের পর এক দুর্নীতির কথা তুলে ধরেন দর্শকদের সামনে। তাঁদের দিকেই তিনি প্রশ্ন ছুড়ে দেন, ‘দুর্নীতি হয়েছে কি হয়নি।’ বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের দুর্নীতি যে মানুষ প্রত্যক্ষ করছেন, তার উত্তর এদিন সভার দর্শকদের থেকেই আদায় করে নেন মোদী।এরপরেই তিনি উল্লেখ করেন, পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকা উদ্ধারের প্রসঙ্গ। ‘এত পরিমাণ টাকা আগে কোথাও দেখেছেন?’ প্রশ্ন তোলেন তিনি। এরপরেই কেন্দ্রীয় প্রকল্প থেকে টাকা বরাদ্দের বিষয়টিও উত্থাপিত করেন তিনি। তাঁর কথায়, এই সমস্ত প্রকল্পগুলির বরাদ্দ করা অর্থ নিয়েও দুর্নীতি করা হচ্ছে। মোদী বলেন, ‘মোদী এদের মর্জিমতো চলবে না। সেই কারণে, তৃণমূলের কাছে সবথেকে বড় শত্রু হল মোদী।’
  • Link to this news (এই সময়)