Sealdah Train Time Table : শিয়ালদা থেকে ১১৭টি ট্রেন বাতিলের সিদ্ধান্ত স্থগিত রেলের, স্বস্তিতে যাত্রীরা
এই সময় | ০২ মার্চ ২০২৪
বাতিল হচ্ছে না ১১৭টি লোকাল ট্রেন। বিজ্ঞপ্তি দিয়ে জানাল পূর্ব রেল। রেললাইনে কাজের জন্য এই ট্রেন বাতিলের খবর পাওয়া গিয়েছিল। খবর ছড়িয়ে পড়তেই হইচই পড়ে যায় যাত্রীদের মধ্যে। তবে ১১৭টি ট্রেন বাতিল করা হচ্ছে না বলে শুক্রবার বিবৃতি দিয়ে জানাল রেল।দমদমে ইন্টারলকিংয়ের কাজের জন্য ১১৭টি ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আগামী শনিবার ও রবিবার এই ট্রেন বাতিলের সিদ্ধান্তের কথা জানায় পূর্ব রেল। তবে যাত্রীদের পরিষেবার কথা মাথায় রেখে তা আপাতত রদ করা হল। রেলওয়ে সূত্রে খবর, আগামী ১ মার্চ থেকে দমদমে ইন্টারলকিংয়ের কাজ হওয়ার কথা ছিল। লাইনে এই ইন্টার লকিংয়ের কাজের জন্যেই শতাধিক লোকাল ট্রেন বাতিলের কথা জানিয়েছিল রেল। রেলের তরফে ইতিমধ্যে এই নিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল বিবৃতি। জানানো হয়, আগামী শনিবার ও রবিবার শিয়ালদা থেকে ডানকুনি, হাবরা, হাসনাবাদ, গোবরডাঙা, দত্তপুকুর, ব্যারাকপুর, নৈহাটি, বর্ধমান, কাটোয়া লাইনের একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে।তবে রেলের এই বিজ্ঞপ্তির পর চিন্তায় পড়ে যান যাত্রীরা। এত সংখ্যক ট্রেন বাতিল হওয়ার কারণে যাত্রীদের দুর্ভোগ চরমে উঠবে বলে আশঙ্কা প্রকাশ করেন অনেকেই।শিয়ালদা সেকশনে নিত্যযাত্রীদের মধ্যে তা নিয়ে শোরগোল পড়ে যায়। এরপর একটি বিবৃতিতে রেলের তরফে বলা হয়েছে, দমদম জংশনে পূর্ব নির্ধারিত কাজ যা ১ তারিখ থেকে ৪ তারিখের মধ্যে হওয়ার কথা ছিল তা হচ্ছে না। রেলের তরফে জানানো হয়, অনিবার্য কারণে সেই কাজ আপাতত স্থগিত রাখা হচ্ছে। ওই দিনগুলিতে অন্যদিনের মতোই স্বাভাবিক ট্রেন পরিষেবা পাওয়া যাবে বলে জানানো হয় পূর্ব রেলের তরফে। যাত্রীদের সুবিধার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান পূর্ব রেল। অবশেষে স্বস্তিতে যাত্রীরা।মাঝেমধ্যে রেলের একাধিক শাখায় ইন্টারলকিংয়ের কাজের জন্য রেল পরিষেবা বন্ধ রাখতে হয়। যার কারণে একাধিক ট্রেন বাতিল হওয়ায় দুর্ভোগের মধ্যে পড়তে হয় যাত্রীদের। তবে একসঙ্গে একশোর বেশি ট্রেন বাতিল হয়ে যাওয়ায় চূড়ান্ত দুর্ভোগের আশঙ্কা দেখা দিয়েছিল। এতগুলো লোকাল ট্রেন একসঙ্গে বাতিল হয়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে দুশ্চিন্তা বেড়ে যায়। এতগুলো ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়ে ফের পুনর্বিবেচনা করে পূর্ব রেল। এরপরই ট্রেন বাতিল না করার সিদ্ধান্তের কথা জানানো হয়।