Ram Mandir Donation: সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির! মুসলিম কয়েদির উপার্জিত অর্থ রাম মন্দির তহবিলে
এই সময় | ০২ মার্চ ২০২৪
সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নিদর্শনের সাক্ষী থাকল ভারতের মানুষ। কারাবন্দি একজন মুসিলম কয়েদি সংশোধনাগারের কাজ করে উপার্জিত অর্থ দান করেছেন অযোধ্যার রাম মন্দিরে। এই খবর প্রকাশ্যে আসার পর প্রশংসিত হচ্ছেন ওই মুসলিম কয়েদি।জানা গিয়েছে, উত্তরপ্রদেশের ফতেপুর সংশোধনাগারে বন্দি ওই মুসলিম কয়েদির নাম জিয়াউল হাসান। সংশোধনাগারে সাফাই কর্মীর কাজ করে প্রতি মাসে ১ হাজার ৭৫ টাকা আয় করেন তিনি। অযোধ্যায় নির্মীয়মান রাম মন্দিরে এক মাসের বেতন দান করার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন জিয়াউল। সেই সিদ্ধান্ত অনুযায়ী গত ১৭ জানুয়ারি একমাসের বেতন রাম জন্মভূমি কমিটির কাছে দান করেছেন ওই মুসলিম কয়েদি।১ হাজার ৭৫ টাকার চেক জেলা প্রশাসনের মাধ্যমে মন্দির কমিটির কাছে পাঠিয়ে দিয়েছিলেন তিনি। সেই সঙ্গে জানিয়েছেন একটি আবেদন। তাতে জিয়াউল লিখেছেন, তাঁর একমাসের পরিশ্রমের অর্থ স্বেচ্ছায় তিনি মন্দির কিমিটিকে দান করেছেন।দীর্ঘ জল্পনার পর গত ২২ জানুয়ারি অযোধ্যায় নির্মীয়মান রাম মন্দিরের উদ্বোধন করা হয়েছিল। রামলালার প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে মন্দিরের দরজা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাজির ছিলেন প্রায় ৮ হাজারের কাছকাছি বিশিষ্ট অতিথি-ও।মুসলিম নেতাদেরও রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে হাজির থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছিল মন্দির কমিটি। তবে, ফতেপুর সংশোধনাগারে বন্দি কয়েদি জিয়াউল হাসান যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা সমস্ত কিছুকে ছাপিয়ে গেছে বলে মনে করছেন কেউ কেউ।২২ জানুয়ারি অযোধ্যায় নির্মীয়মান রাম মন্দিরের উদ্বোধন করা হলেও, তা ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছিল ২৩ জানুয়ারি। প্রথম দিন থেকে ভক্তদের ঢল নামতে থাকে অযোধ্যায়। ভক্তদের ঢল এতটাই বেশি ছিল যে, নিয়ন্ত্রণে হিমসিম খেতে হয়েছিল অযোধ্যার পুলিশকে। শেষে ভিড় নিয়ন্ত্রণে অযোধ্যাগামী বাস পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল স্থানীয় প্রশাসন। যদিও ভক্তদের ভিড়ের লাগাম টানা যায়নি।এখনও পর্যন্ত ৬০ লাখের বেশি ভক্ত রামলালা দর্শন করেছেন বলে জানা গেছে। সূত্রের খবর, দর্শনের সময় ভক্তদের অনুদান হিসেবে মন্দির কমিটির আয় হয়েছে প্রায় ২৫ কোটির বেশি টাকা। এছাড়াও অনুদান হিসেবে মিলেছে ২৫ কেজি সোনা ও রূপোর গয়না।