• রাজ্যে নকল লটারি চক্রের সন্ধান, ছাপাখানার মালিক সহ গ্রেফতার ৪
    এই সময় | ০২ মার্চ ২০২৪
  • রাজ্যে সক্রিয় লটারির টিকিটের জাল চক্র। জাল টিকিটের একটি চক্রকে শিলিগুড়ি থেকে ধরল পুলিশ। দেদারে নকল লটারি ছাপানো হচ্ছিল সকলের অগোচরে। জাল লটারি রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্রির জন্য পাঠিয়ে দেওয়া হতো। গোপন সূত্রের খবর শিলিগুড়িতে অভিযানে নেমে এমনই একটি নকল লটারি ছাপার চক্রকে ধরল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট।শুক্রবার দুপুর থেকেই শিলিগুড়ির বর্ধমান রোড সংলগ্ন ৪ নম্বর ওয়ার্ডের মহারাজ কলোনি এলাকায় একটি ছাপাখানায় তল্লাশি অভিযান চালাচ্ছে শিলিগুড়ি থানার পুলিশ। ছাপাখানার মালিক সহ মোট চারজনকে আটক করা হয়েছে। এই চক্রে আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে বলেই পুলিশ মনে করছে। জানা গিয়েছে, ওই ছাপাখানায় বেশকিছু নামী কোম্পানির নকল লটারি তৈরি করা হচ্ছিল। এমনকি ডিয়ার লটারিও নকল তৈরি হচ্ছিল সেখানে। অভিযান চালিয়ে ছাপাখানা থেকে কয়েক কার্টুন নকল লটারি উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে আরও বেশ কয়েকজনের খোঁজ করছে পুলিশ। নকল লটারি ছাপিয়ে তা বিক্রি করে লাখ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে বলেই পুলিশ মনে করছে।এদিন কয়েক হাজার নকল লটারি উদ্ধার করেছে শিলিগুড়ি থানার পুলিশ। সেই লটারিগুলিতে বিভিন্ন তারিখ রয়েছে। তদন্তকারী পুলিশ আধিকারিকেরা মনে করছেন মহারাজ কলোনিতে এই নকল লটারিগুলি ছাপানোর পর সেগুলি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় পাঠানো। বিশেষ করে চা বাগান, গ্রাম এলাকাগুলিতে বিভিন্ন জায়গায় এই লটারিগুলি বিক্রি করে দেওয়া হতো। এই জাল লটারি চক্রের সঙ্গে আর কেউ যুক্ত আছে কিনা, রাজ্যের অন্য কোনও প্রান্তে এই জাল চক্র রয়েছে কিনা সে ব্যাপারে তদন্ত করে দেখছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সে ব্যাপারে তদন্ত চালানো হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।বিষয়টি জানার পর লটারি কোম্পানিগুলির তরফেও খোজখবর শুরু করা হয়েছে। কয়েকদিন ধরেই নকল লটারি দেখিয়ে দোকান থেকে অনেকেই টাকা আনতে জেতেন। সেসময় বিষয়টি সামনে আসে। এরইমধ্যে শুক্রবার খবর পেয়ে ছাপাখানায় হানা দেয় শিলিগুড়ি থানার পুলিশ। এদিকে ওই ছাপাখানায় দীর্ঘদিন ধরে এই কাজ হয়ে আসছিল বলেই খবর। পুলিশের অভিযান শুরু হতেই সেখানে ভিড় জমে যায়।
  • Link to this news (এই সময়)