• Kunal Ghosh: ‘উনি বড়সড় শেখ শাহজাহান! গালে দাড়ি আছে।’ দলের কাকে নিশানা কুণালের?
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০২ মার্চ ২০২৪
  • Kunal Ghosh Resig From All Positions Of TMC:

    শুক্রবার সকালে দলের ‘স্বার্থপর’ নেতাদের বিরুদ্ধে তোপ দেগেছিলেন। তবে কে বা কারা ওই তালিকায় রয়েছেন, তা স্পষ্ট করেননি। তখন থেকেই জল্পনার পারদ চড়ছিল। বিকেলে হতেই ফের বোমা। ঘোষণা করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র পদে আর তিনি থাকতে চাইছেন না! দলে ‘মিসফিট’ তিনি। কাজ চালানো তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। তবে তাঁর দলবদলের চর্চা উড়িয়ে দিয়েছেন কুণাল ঘোষ। দাবি করেছেন, তিনি তৃণমূলের থাকছেন, তবে একজন সৈনিক হিসাবে।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)