• ‌গুগলের বিরুদ্ধে ৩২ মিডিয়া গোষ্ঠীর মামলা, ২৩০ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি...
    আজকাল | ০২ মার্চ ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ তথ্যপ্রযুক্তি জায়ান্ট গুগলের বিরুদ্ধে ইউরোপের ১৩টি দেশের ৩২টি মিডিয়া গোষ্ঠী মামলা করেছে। গুগলের বিজ্ঞাপনপ্রযুক্তির কারণে তাদের ক্ষতি হচ্ছে অভিযোগ করে ২৩০ কোটি ডলারের ক্ষতিপূরণ চেয়েছে মিডিয়া গোষ্ঠীগুলি। তার মধ্যে রয়েছে অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, চেক রিপাবলিক, ডেনমার্ক, ফিনল্যান্ড, হাঙ্গেরি, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, স্পেন ও সুইডেনের মিডিয়া সংস্থা। মিডিয়া গোষ্ঠীর তরফে আইনজীবীদের সংস্থা জেরাডিন পার্টনার্স অ্যান্ড স্টেক বলেছে, যেসব কোম্পানি গুগলের বিরুদ্ধে মামলা করেছে, তারা বিজ্ঞাপনের জগতে প্রতিযোগিতা কমে যাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গুগলের ব্যবসায়িক নীতির জেরেই এটা হয়েছে। গুগলের পক্ষে বলা হয়েছে, মামলাটি অনুমানভিত্তিক। গুগল ইউরোপের প্রকাশকদের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত হয় এবং তাদের সঙ্গে কাজের মধ্য দিয়ে সম্পর্ক গড়ে ওঠে। 
  • Link to this news (আজকাল)