• আচরণবিধি ভঙ্গে কঠোর পদক্ষেপ, লোকসভা ভোটের প্রচার নিয়ে সতর্ক করল কমিশন...
    আজকাল | ০২ মার্চ ২০২৪
  •  আবু হায়াত বিশ্বাস, নয়া দিল্লি: লোকসভা নির্বাচন দিনক্ষণ ঘোষণা হয়নি। তবে তার আগেই নির্বাচনী প্রচারে রাজনৈতিক দলগুলির প্রচারকদের নিয়ে অ্যাডভাইজারি জারি করল নির্বাচন কমিশন। শুক্রবার কমিশনের তরফে বলা হয়েছে, নির্বাচনী আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করা যাবেনা। জনসভায় রাজনৈতিক দলগুলিকে ভাষা ব্যবহারের ক্ষেত্রে শালীনতা বজায় রাখতে হবে। রাজনৈতিক দলের তারকা প্রচারক, প্রার্থীদের উদ্দেশে সতর্কতা জারি করে বলা হয়েছে, জাতি,ধর্ম ও ভাষার ভিত্তিতে ভোট চাওয়া যাবেনা। কমিশনের তরফে বলা হয়েছে, রাজনৈতিক দলগুলি এবং তাদের নেতারা ভোটারদের বিভ্রান্ত করতে মিথ্যে বিবৃতি দেওয়া থেকে দূরে থাকবেন। এবং তাদের বিরুদ্ধে ভুয়ো অভিযোগ তোলা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখ্য, অতীতে দেখা গেছে ভোট প্রচারে রাজনৈতিক দলগুলি প্রতিদ্বন্দ্বি দল ও প্রার্থীর বিরুদ্ধে ভুয়ো অভিযোগ তুলে শালীনতার সীমা লঙ্ঘন করেছে। রাজনৈতিক ফায়দা পেতে ধর্মীয় আবেগে আঘাত করা, উসকানিমূলক ভাষণের অভিযোগও উঠেছে অতীতে। তাই এবার আগাম সতর্কতা অবলম্বন করেছে কমিশন। এদিনের অ্যাডভাইজারিতে কমিশনের তরফে জানানো হয়েছে, নির্বাচনী প্রচারের জন্য মন্দির, মসজিদ, চার্চ, গুরুদ্বার বা অন্য কোনও উপসনালয়কে ব্যবহার করা উচিত নয়। রাজনৈতিক প্রোপাগন্ডার জন্য যাতে এগুলিকে ব্যাবহার না করা হয় সেই আবেদনও রাখা হয়েছে। একইসঙ্গে বলা হয়েছে, অযাচাইকৃত ও বিভ্রান্তিকর বিজ্ঞাপন সংবাদমাধ্যমে দেওয়া যাবে না। খবরের মোড়কে বিজ্ঞাপনও দেওয়া যাবেনা। নির্বাচনে সামাজিক মাধ্যমে যে ভাবে রাজনৈতিক দলের প্রার্থীদের নামে গালিগালাজ, খারাপ ভাষায় আক্রমণ করা হয়, তা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এবং প্রতিদ্বন্দ্বি প্রার্থীর সম্মানহানি হয় এমন আক্রমণ করা থেকে বিরত থাকতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
  • Link to this news (আজকাল)