• বিদ্রোহীদের সঙ্গে বৈঠক বিক্রমাদিত্যের, হিমাচলের কংগ্রেস কোন অবস্থায়'...
    আজকাল | ০২ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: এতদিন সব ঠিক থাকলেও, রাজ্যসভার নির্বাচন এক ধাক্কায় বদলে দিয়েছে হিমাচলের কংগ্রেসের পরিস্থিতি। একগুচ্ছ কারণ দেখিয়ে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছিলেন বিক্রমাদিত্য সিং। তবে শুক্রবার জানা গেল, বিদ্রোহীদের সঙ্গে বৈঠকে বসেছেন তিনি, দিল্লিতে গিয়ে সাক্ষাৎ করবেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে। অন্যদিকে বিক্রমাদিত্যের মা, কংগ্রেসের রাজ্য ইউনিটের প্রধান প্রতিভা সিং আবার বলেছেন, তাঁর ছেলে কখন কী করছেন, সে সম্পর্কে তাঁর কোনও ধারণা নেই। হিমাচল বিধানসভায় বিজেপির আসন সংখ্যা ২৫, কিন্তু রাজ্য সভার প্রার্থী ভোট পেয়েছেন ৩৪। লোকসভা ভোটের আগে চিন্তা বাড়াচ্ছে সেটাই। বিজেপি ইতিমধ্যে আস্থা ভোটের দাবি জানিয়েছে। তার মাঝেই বাবার প্রতি যোগ্য সম্মান হাত শিবির দেয়নি, এই অভিযোগ তুলেছেন বীরভদ্র সিং এর ছেলে বিক্রমাদিত্য সিং। যদিও বৃহস্পতিবার রাতে এআইসিসির প্রতিনিধি দল কথা বলে প্রতিভা এবং বিক্রমাদিত্যের সঙ্গে। সমস্যা মিটে গিয়েছে বলেও জানিয়েছিলেন তাঁরা। তবে প্রতিভার সুরে এদিনও নিজের দলের সমলোচনা শোনা গিয়েছে । সূত্রের খবর, এই মুহূর্তে দিল্লিতে বিক্রমাদিত্য, তার আগে তিনি কংগ্রেসের ৬ বিক্ষুব্ধ বিধায়কের সঙ্গে সাক্ষাৎ করেন।
  • Link to this news (আজকাল)