• পূরণ হল দীর্ঘদিনের চাহিদা, একাধিক প্রকল্প উদ্বোধন করলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন...
    আজকাল | ০২ মার্চ ২০২৪
  • মিল্টন সেন,হুগলি: বহু প্রতীক্ষার অবসান। পূরণ হল ভদ্রেশ্বরের নাগরিকদের বহু দিনের দাবি। ভদ্রেশ্বর পুরসভার উদ্যোগে বাবুঘাট লেন মানিক নগর মহা শ্মশান সংলগ্ন এলাকায় চালু হল শবদেহ সংরক্ষণ কেন্দ্র। শুক্রবার বিকেলে চার কক্ষ বিশিষ্ট এই সংরক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী তথা চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেন। একইসঙ্গে এদিন ভদ্রেশ্বর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের সেগুন বাগান এলাকায় মৌলানা আবুল কালাম আজাদ কমিউনিটি হলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী। বিশালাকৃতির কমিউনিটি হল, সঙ্গে রান্না করার জায়গা। ঘন বসতি পূর্ণ সেগুন বাগান এলাকায় অনুষ্ঠান করার কোনও জায়গা সেভাবে ছিল না। এলাকার বাসিন্দাদের বহু দিনের চাহিদা ছিল একটি কমিউনিটি হলের। মূলত এই এলাকায় মিল শ্রমিকদের বাস। তাদের সুবিধার্থেই এই উদ্যোগ বলে জানিয়েছেন মন্ত্রী। উপস্থিত ছিলেন ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান প্রলয় চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান ফিরোজ খান, সি আই সি প্রকাশ গোস্বামী প্রমুখ। এদিন সন্ধ্যায় হুগলি জেলা তথ্য সংস্কৃতি দপ্তর ও রাজ্য চারুকলা পর্ষদের উদ্যোগে চন্দননগর রবীন্দ্র ভবনে চন্দননগর চারুকলা প্রশিক্ষণ শিবিরে সৃষ্ট শিল্পকর্ম নিয়ে আয়োজিত প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। অবনীন্দ্র শিল্প প্রদর্শনশালায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার অমিত পি জাভালগী, চন্দননগর পুর নিগমের মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, মেয়র পরিষদ সদস্য পার্থ দত্ত, শুভেন্দু ব্যানার্জি প্রমুখ। মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, এই প্রথম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে এইরকম একটি কর্মশালা এবং প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। শিল্পীদের উদ্বুদ্ধ করতে আগামীদিনে এই শিল্পীদের আঁকা সমস্ত ছবি পর্যটন দপ্তরের পাশাপশি সরকারি একাধিক দপ্তরে রাখার ব্যবস্থা করা হবে। 
  • Link to this news (আজকাল)