• মেট্রোর কাজের জন্য আগামী ৭৫ দিন বন্ধ চিংড়িঘাটা ক্রসিং
    আজকাল | ০২ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: নিউ গড়িয়া টু এয়ারপোর্ট মেট্রোর পিলার বসানোর কারণে আগামী ৭৫ দিন বন্ধ রাখা হল চিংড়িঘাটা ক্রসিং। কলকাতা এবং বিধাননগর পুলিশের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাইপাস থেকে চিংড়িঘাটা হয়ে যে রাস্তা সেক্টর ফাইভের দিকে আসে সেটি বন্ধ রাখা হয়েছে। নিউটাউন অথবা সেক্টর ফাইভ থেকে বাইপাস যাওয়ার রাস্তা খোলা। যে সমস্ত গাড়ি চিংড়িঘাটা হয়ে সেক্টর ফাইভের দিকে যেতে চায় তাদের বেলেঘাটা বিল্ডিং মোড় হয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে দিয়ে ঢুকতে হবে সেক্টর ফাইভে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুলিশের তরফে। প্রাথমিকভাবে জানানো হয়েছে, ৭৫ দিনের জন্য বন্ধ রাখা হবে চিংড়িঘাটা ক্রসিং এলাকা। তবে পিলার গড়ে তোলার কাজ দুই মাসের মধ্যেও সম্পূর্ণ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আগেই স্বাভাবিক হয়ে যেতে পারে যান চলাচল।
  • Link to this news (আজকাল)