Lok Sabha Election 2024: প্রথম প্রার্থী তালিকা চূড়ান্ত বিজেপির! কাদের নামের উপর চলতে পারে কাঁচি?
এই সময় | ০২ মার্চ ২০২৪
লোকসভা নির্বাচন প্রায় দোরগোরায়। কমিশনের চলতি মাসের মধ্যেই নির্ঘণ্ট প্রকাশ করতে পারে। তবে নির্বাচনের প্রস্ততি অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। বিশেষ করে শাসক দল কোমর কষে তৈরি। এবারের নির্বাচনে স্বয়ং প্রধানমন্ত্রী ৩৭০ আসন জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন। NDA-এর তরফে মোট ৪০০ আসন জয়ের টার্গেট সেট হয়েছে। বিজেপি একাই ঘরে তুলতে চাইছে ৩৭০ আসন। এই আবহে লোকসভা নির্বাচন বিজেপি কাদের প্রার্থী করবে তা নিয়ে একাধিক আলোচনা চলছ পদ্মশিবিরের অন্দরে। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত প্রার্থী চূড়ান্ত করার ব্যাপারে বৈঠক হয় বিজেপির সদর দফতরে। শোনা যাচ্ছে খুব শীঘ্রই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বিজেপি।সূত্রের খবর, প্রার্থী বাছাইয়ের জন্য বিজেপির এবার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে জোর দিচ্ছে। যেমন কাকে প্রার্থী করা যেতে পারে তা স্থির করতে সাধারণ মানুষের থেকে প্রতিক্রিয়া সংগ্রহণ করা হয়েছে। এছাড়াও প্রার্থীদের নিয়ে অভ্যন্তরীণ মূল্যায়ন ও উচ্চ স্তরে কৌশলগত আলোচনা হয়েছে দলের অন্দরে। আর সেসব পর্যালোচনা করেই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে বিজেপি সূত্রে খবর মিলেছে। বৃহস্পতিবার বিজেপির সদর দফতরের বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দলের সভাপতি জেপি নাড্ডা। এছাড়াও বৈঠকে যোগ দিয়েছিলেন উত্তর প্রদেশ, গোয়া, রাজস্থান, উত্তরাখণ্ডের বিজেপির মুখ্যমন্ত্রীরা। বৈঠকে উপস্থিত ছিলেন মধ্য প্রদেশের বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও। এবার নির্বাচনে কাদের কাদের নাম বাদ পড়ার সম্ভাবনা?বিজেপি সূত্রে খবর, উত্তর প্রদেশে ৩০ থেকে ৪০টি আসনের মধ্যে ৮ থেকে ১০জন বিদ্যমান সাংসদের নাম এবার প্রার্থী তালিকা থেকে বাদ যেতে পারে। ৮০টি লোকসভা আসনে ১৫-২০টি আসনে প্রার্থী বদল হতে পারে। মধ্য প্রদেশের সার্ভে রিপোর্ট দেখে যা পর্যালোচনা হয়েছে সেই মোতাবেক বিদিশা, বালাঘাট, নর্মদাপূরম, ইন্দোর আসনে বর্তমান যাঁরা সাংসদ রয়েছেন তাঁরা এবার টিকিট নাও পেতে পারেন। শোনা যাচ্ছে ভোপাল থেকে এবার টিকিট নাও পেতে পারেন প্রজ্ঞা ঠাকুর। বদলে এই আসন বিজেপি ভরসা করতে পারে নয়া কোনও মুখে। বিদিশা থেকে টিকিট পেতে পারেন মধ্য প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। অন্যদিকে সাতনায় বর্তমান সাংসদ গণেশ সিং। তবে তিনি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। এর প্রভাব পড়তে পারে তাঁর টিকিট পাওয়া উপর। সূত্রের খবর, বিজেপির অন্দরে এক পক্ষ চাইছে তিনি পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করুন। অন্যদিকে জবলপুরের বর্তমান সাংসদ রাকেশ সিং। তিনি এবার টিকিট পেতে পারেন। তবে সকলে এই বিষয়ে সহমত নয় বলে খবর। সার্ভে রিপোর্টে আরও দুই থেকে তিন জনের নাম উঠে আসছে।মধ্য প্রদেশের পাঁচ লোকসভা সিটে আগেরবার যাঁরা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবার তাঁরা টিকিট নাও পেতে পারে। ছয় সাংসদ বিধানসভা নির্বাচন লড়েছেন। তাঁদের জায়গায় স্থান পেতে পারেন নতুনরা। উত্তরাখণ্ডের দুইটি আসনে আগেরবারের প্রার্থী বদলের সম্ভাবনা। হরিদ্বার ও পৌরিতে নয়া মুখে ভরসা করতে পারে গেরুয়া শিবির। ছত্তিশগড়ে এক থেকে দুইটি আসনে বদল আনা হতে প্রার্থীতে। তেলঙ্গানায় তিন সাংসদ জি কিষাণ রেড্ডি, অরবিন্দ ধরমপুরী, সঞ্জয় ভান্ডি এই তিনজনের ফের একবার ভরসা রাখতে পারে দল। তবে তেলেঙ্গনার রাজনৈতিক সমীকরণ মাথায় রেখে কয়েক জন নতুন মুখকে প্রার্থী হিসেবে দাঁড় করাতে পারে বিজেপি। অন্যদিকে দিল্লিতে ৩-৪টি আসনে পুরনো সাংসদদের উপর আর ভরসা করতে চাইছে না দল। এই সব আসনগুলিতে নতুন নাম ঘোষণার সম্ভাবনা। বীরেন্দ্র সাসদেভা, হর্ষ মালহোত্রার নাম থাকতে পারে। থাকতে পারে সতীশ উপাধ্যায় নামও। চাঁদনিচক থেকে লড়তে পারেন বিষ্ণু মিত্তল। উঠে আসছে কপিল মিশ্রর নামও। তবে এই সব নামগুলো উঠে এসেছে খবর। চূড়ান্ত এই বিষয়ে কোনও সিদ্ধান্ত ঘোষণা হয়নি দলের তরফে। খুব তাড়াতাড়ি বিজেপির প্রার্থী তালিকা চূড়ান্ত করে তা প্রকাশ করা হবে খবর।