• ‌ বেঙ্গালুরুর ক্যাফেতে বিস্ফোরণ, আততায়ীর খোঁজ মিলল সিসিটিভিতে!‌...
    আজকাল | ০২ মার্চ ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণে দশ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরের এই ঘটনার পর তোলপাড় শুরু হয়েছে সেখানে। বিস্ফোরণ ঘটানোর জন্য একটি আইইডি ব্যবহার করা হয়েছিল বলে জানা গেছে। এদিকে, কুন্দালাহাল্লি এলাকার রামেশ্বরম ক্যাফেতে কে বোমা রেখে গিয়েছিল, তা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। রামেশ্বরম ক্যাফের বিস্ফোরণের ঘটনার নেপথ্যে হাত রয়েছে বছর তিরিশের এক যুবকের। তাঁকে ইতিমধ্যেই সিসিটিভি ভিডিও দেখে চিহ্নিত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, সিসিটিভিতে দেখা গেছে শুক্রবার দুপুরে একটি ব্যাগ হাতে রামেশ্বরম ক্যাফেতে প্রবেশ করেন ওই যুবক। ক্যাফেতে ঢুকে টাকা দিয়ে তিনি রাভা ইডলির কুপন কাটেন। ক্যাফের মালিক জানিয়েছেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ওই যুবকের মুখে মাস্ক ও গলায় মাফলার ছিল। আশ্চর্যের হল ওই যুবক না খেয়েই চলে যান। যাওয়ার সময় রেখে যান হাতের ব্যাগ। সূত্রের খবর, সেই ব্যাগ থেকেই বিস্ফোরণ হয় বলে সিসিটিভি ফুটেজ ঘেঁটে জানতে পেরেছে পুলিশ। ওই যুবক ক্যাফের ভিতরে ব্যাগ রেখে ক্যাশ কাউন্টারে গিয়েছিলেন। ক্যাশিয়ারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ অবশ্য জানিয়েছে ব্যাগে থাকা একটি আইইডি ছাড়া ক্যাফে চত্বরে আর কোনও আইইডি পাওয়া যায়নি। 
  • Link to this news (আজকাল)