• ‌মোদির সভার জন্য নদিয়া জেলা জুড়ে তুলে নেওয়া হয়েছে অধিকাংশ বাস, সমস্যায় যাত্রীরা...
    আজকাল | ০২ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ শুক্রবার হুগলির আরামবাগে সভা করেছেন। শনিবার নদিয়ার কৃষ্ণনগরে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এই সভার জন্য শনিবার সকাল থেকেই বাস অমিল গোটা নদিয়া জেলা জুড়ে। জানা গেছে, যাত্রী পরিবহণের জন্য খুব কম বাসই বরাদ্দ রয়েছে। বেশির ভাগ বাসই বিজেপি কর্মী সমর্থকদের দখলে। মোদির সভার জন্য বিজেপির তরফে অগ্রিম ভাড়া নেওয়া হয়েছে বাসগুলি। এদিকে বাস না মেলায় বিরক্ত যাত্রীরা।জানা গেছে, বিজেপি সমর্থকদের সভাস্থলে আনতে জোর দিয়েছে হয়েছে যাত্রিবাহী বাস এবং ছোট গাড়ির উপর। সমর্থকদের সভাস্থলে আনার জন্য তুলে নেওয়া হয়েছে নদিয়ার প্রায় অধিকাংশ বাস। বিজেপি সূত্রে খবর, প্রধানমন্ত্রীর জনসভায় কর্মী–সমর্থকদের জমায়েতের জন্য নদিয়ার করিমপুর, তেহট্ট, কালীগঞ্জ, নাকাশিপাড়া, পলাশিপাড়া–সহ বিভিন্ন ব্লক থেকে সব মিলিয়ে ৪০০–র বেশি বাস এবং একশোর বেশি ছোট গাড়ি ভাড়া করা হয়েছে। এদিকে, মাসের প্রথম শনিবার হওয়ায় ব্যাঙ্ক তো বটেই, একাধিক সরকারি দপ্তর খোলা রয়েছে। ফলে সমস্যায় পড়েছে নিত্যযাত্রীরা।  
  • Link to this news (আজকাল)