Abhishek Banerjee : 'জনগর্জন'-এর পর বাংলাজুড়ে প্রচার অভিষেকের, ১৪ মার্চ শুরু কর্মসূচি: সূত্র
এই সময় | ০২ মার্চ ২০২৪
রাজ্য রাজনীতিতে বড় খবর। আগামী ১০ তারিখ কলকাতার ব্রিগেট প্যারেড গ্রাউন্ডে 'জনগর্জন' সভা তৃণমূলের। আর তারপরেই লোকসভা কেন্দ্র ধরে জনসভা শুরু করতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে অন্তত এমনটাই জানা যাচ্ছে। রাজ্যের শাসকদল সূত্রে খবর, ব্রিগেডের পর টানা জনসভার কর্মসূচি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১৪ মার্চ শুরু হবে সেই কর্মসূচি। লোকসভা কেন্দ্র ধরে ধরে জনসভা করবেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অর্থাৎ ব্রিগেডে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলকে বার্তা দেওয়ার পরেই, রাজ্যের বিভিন্ন লোকসভা কেন্দ্রে জনসভা শুরু করবেন অভিষেক। এক্ষত্রে রাজনৈতিকমহলের একাংশ মনে করছে, নেত্রীর সেই বার্তা নিয়েই বিভিন্ন লোকসভা কেন্দ্রে পৌঁছে যাবেন দলের প্রধান 'সেনাপতি'।লোকসভা ভোট নিয়ে বিভিন্ন দলই নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে। শাসক থেকে বিরোধী কোনও পক্ষই, বিপক্ষকে সামান্যতম জমি ছাড়তে প্রস্তুত নয়। একদিকে যেমন বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লাগাতার বঞ্চনার অভিযোগ তুলে চলেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস, তেমনই পালটা তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির - সহ বিভিন্ন ইস্যুতে সরব বিজেপি ও অন্যান্য বিরোধীরা।
এরই মাঝে 'বাংলার প্রতি লাগাতার কেন্দ্রীয় বঞ্চনা, ১০০ দিনের কাজ, আবাস যোজনা, রাস্তা ও একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা অন্যায়ভাবে বন্ধ করে দেওয়ার প্রতিবাদে এবং বহিরাগত অত্যাচারীদের বিসর্জনের অঙ্গীকার নিতে ব্রিগেড চলো'র ডাক দিয়েছে তৃণমূল। সেই কর্মসূচির নাম দেওয়া হয়েছে 'জনগর্জন' সভা। সেই সভা থেকে নির্বাচনের আগে দলকে বার্তা দিতে চলেছেন তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তৃণমূল যখন এই জনগর্জন সভার প্রস্তুতি নিচ্ছে, ঠিক সেই সময় রাজ্যে সফর সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই আরামবাগ ও কৃষ্ণনগরে সভা করেছেন তিনি। সেই সভা থেকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেক তীব্র আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী। দুর্নীতি, নারী নির্যাতন, সহ বিভিন্ন ইস্যুতে তৃণমূলকে নিশানা করেছেন তিনি। পালটা জবাব দিয়েছে তৃণমূলও।
আর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা কর্মসূচির খবর পাওয়া গেলে। রাজনৈতিকমহলের একাংশ মনে করছে, ইতিমধ্যেই বিভিন্ন সভায় কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাতে দেখা গিয়েছে অভিষেককে। কোনও কোনও সময় তো কেন্দ্রকে রিপোর্ট কার্ড পেশের চ্যালেঞ্জও ছুড়ে দিতে দেখা গিয়েছে তাঁকে। সেক্ষেত্রে এবার এই পরপর জনসভা থেকে তিনি কী বার্তা দেন সেদিকেই নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের।