BJP Candidate List: ফার্স্ট লিস্টে অপেক্ষায় বড় চমক, লোকসভা ভোটে বিজেপির প্রার্থী হতে পারেন কোন কোন তারকা?
এই সময় | ০২ মার্চ ২০২৪
সামনেই লোকসভা নির্বাচন। খুব তাড়াতাড়ি নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। এরই মধ্য়ে বিজেপি প্রার্থী প্রথম তালিকা বাছাইয়ে ব্যস্ত। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত বৈঠক করেছে বিজেপি কেন্দ্রীয় নির্বাচন কমিটি। সূত্রের খবর, বৈঠকে ১৮টি রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলজুড়ে ৩৫০টি লোকসভা আসন নিয়ে আলোচনা হয়েছে। সূত্রের খবর, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের টিকিট দেওয়ার ক্ষেত্রে একাধিক চমক অপেক্ষা করছে।দিল্লিতে বদলের সম্ভাবনা
সূত্রের খবর, দিল্লিতে প্রার্থীদের বদল করতে পারে বিজেপি। যেমনটা খবর পাওয়া যাচ্ছে সাত আসনের মধ্য়ে পাঁচ আসনে বর্তমান সাংসদদের পুনরায় টিকিট না দেওয়ার সম্ভাবনাই নেই। সেই জায়গায় টিকিট পেতে পারেন অন্য কেউ। সূত্রের খবর, বিজেপির শর্ট লিস্টেড তালিকায় রয়েছেন ভোজপুরী সুপারস্টার মনোজ তিওয়ারি। কারণ দিল্লির পূর্বাঞ্চলীয় ভোটারদের একটা বড় অংশের মধ্যে ব্যাপক প্রভাব রেখেছেন তিনি। দলের টিকিট পাওয়ার মধ্য়ে তিনি কয়েক জনের মধ্য়ে এগিয়ে রয়েছেন বলে সূত্রের খবর। অন্যদিকে, গাজিয়াবাদ আসন থেকে সম্ভবত এবার বাদ পড়তে পারে প্রাক্তন সেনাপ্রধান এবং কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিং। গুঞ্জন বিজেপির টিকিটে এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলিউডের কোনও তারকা প্রার্থী।
আসানসোলে কার প্রার্থী হওয়ার সম্ভাবনা?
অন্যদিকে, পশ্চিমবঙ্গের হিন্দিভাষী এলাকা তথা আসানসোল আসন থেকে প্রার্থী হতে পারেন ভোজপুরী তারকা। সূত্র মতে, ওই তারকাকে বিজেপি আসানসোল থেকে টিকিট দিতে পারে যেখানকার বর্তমান সাংসদ রয়েছে তৃণমূলের শত্রুঘ্ন সিনহা। অন্যদিকে, জম্মু কাশ্মীর ইউনিটের সভাপতি রবীন্দ্র রায়না, যিনি নওশেরা থেকে বিধায়ক ছিলেন, এবার লোকসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন। উত্তরপ্রদেশে, কেন্দ্রীয় মন্ত্রী সহ বর্তমান সাংসদদের বাদ পড়ার সম্ভাবনা। বিজেপির সূত্রে খবর, এর পরিবর্তে নতুন মুখদের সুযোগ দেওয়া হবে। অন্যদিকে,মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ডিসেম্বর সেরাজ্যে বিধানসভা নির্বাচনে নিজের আসন থেকে জয়ী হওয়া সত্ত্বেও শীর্ষ পদ থেকে বাদ পড়েছেন। তাঁকে এবার লোকসভা ময়দানে নামাতে পারে বিজেপি বলে খবর মিলছে।
সূত্রের খবর, যে আসনগুলিতে আগেরবার বিজেপি অল্প ব্যবধানে হেরেছে বা জিতেছে সেই আসনগুলি বিশেষ ফোকাসে রাখা হয়েছে। গভীর রাতে যে সমস্ত রাজ্যগুলির আসন নিয়ে আলোচনা হয়েছে, সেই রাজ্যগুলির মধ্যে রয়েছে উত্তর প্রদেশ, মধ্য় প্রদেশ, উত্তরাখণ্ড, গুজরাট, অসম, তেলেঙ্গনা, কেরালা। কয়েক জন কেন্দ্রীয় মন্ত্রীদের এবারের লোকসভা নির্বাচনে লড়তে দেখা যেতে পারে। তাঁদের মধ্যে রয়েছেন ভূপেন্দ্র যাদব, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, নির্মলা সীতারমন, ধর্মেন্দ্র প্রধান, সর্বানন্দ সোনোয়াল, ভি মুরলীধরন।