এখনও লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি। তবে 'ফুল ফ্লেজে' বিজেপি। সূত্রের খবর, ১০০ লোকসভা আসনে প্রার্থীর নাম চূড়ান্ত করে ফেলেছে গেরুয়া শিবির। রাজনৈতিক মহলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে এপ্রিল-মে মাসের মাসের মধ্যেই হতে পারে লোকসভা নির্বাচন। যদিও এখনও পর্যন্ত এনিয়ে চূড়ান্ত কিছু ঘোষণা করেনি নির্বাচন কমিশন।প্রার্থী বাছাইয়ে খুঁটিনাটি বিশ্লেষণ করছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। তাড়াহুড়ো না করে সব দিক পর্যালোচনা করে বাছাই করা হচ্ছে প্রার্থী এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এরই মধ্যে বড় আসানসোলের জন্য। শোনা যাচ্ছে আসানসোল লোকসভা কেন্দ্র থেকে ভোজপুরী সুপারস্টার তথা অভিনেতা পবন সিংকে তৃণমূলের শত্রুঘ্ন সিনহার বিপরীতে প্রার্থী করতে পারে বিজেপি। যদিও এখনও পর্যন্ত জানা যায়নি যে এই আসন থেকে তৃণমূল ফের একবার শত্রুঘ্নতেই ভরসা রাখবে নাকি অন্য কাউকে টিকিট দেবে। গত কয়েক দিন ধরে নয়া দিল্লিতে বিজেপির সদর দফতরে কেন্দ্রীয় নির্বাচন কমিটির ম্যারাথন বৈঠক চলেছে। এবার ৫৪৩ আসনে যে অনেক চমকপ্রদ নাম থাকবে সেকথা বৈঠক থেকেই স্পষ্ট। খুব শীঘ্রই প্রত্য়াশিত বিজেপির লোকসভা প্রার্থীদের প্রথম তালিকা প্রকাশ হবে বলে সূত্রের খবর।
হয়তো এবার ভোজপুরী নায়ককে বাংলার রাজনীতির উঠোনে নামিয়ে বাজিমাত করতে চাইছে বিজেপি। সূত্রের খবর, অবাঙালি অধ্যুষিত আসানসোল থেকে ভোজপুরী সুপারস্টারের টিকিট পাওয়ার সম্ভাবনা প্রবল। বিজেপির সাংসদ বাবুল সুপ্রিয় মাঝপথে ইস্তফা দিয়ে তৃণমূলে চলে যাওয়ার উপ নির্বাচন হয়েছিল আসানসোলে। প্রশান্ত কিশোরের পরামর্শে সেই ভোটে তৃণমূল প্রার্থী করেছিল শত্রুঘ্ন সিনহাকে।
তথ্য অনুযায়ী, আসানসোল লোকসভা আসনে বিহারি ভোটারদের সংখ্যা 'হাই'। আর সেদিক থেকে বিচার করতে গেলে পবন সিংয়ের এন্ট্রিও বেশ ধামাকাদার হবে বলেই মনে করা হচ্ছে। আদতে বিহারের আরাহ জেলার বাসিন্দা পবন সিং। অভিনয়, গানের কারণে ভোজপুরী ইন্ডাস্ট্রিটে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন পবন। চলচ্চিত্রের পাশাপাশি ইউটিউবেও তাঁর গানের বেশ ফ্যান ফলোয়ার রয়েছে।
পবন তাঁর রাজনৈতিক ইনিংস শুরু করবেন কিনা তা অবশ্য এখনও স্পষ্ট নয়। তবে সূত্রের খবর, বিজেপির ফার্স্ট লিস্টে একাধিক তারকা প্রার্থীর নাম রয়েছে। নাম থাকতে পারে মনোজ তিওয়ারি, রবিকিশান এবং দিনেশলাল নিরহুয়ার। বিজেপির গুডবুকে নাম রয়েছে তিনজনের। রবিকিশান গোরখপুরের সাংসদ এবং নিরহুয়া আজমগড় লোকসভা আসনের সাংসদ৷ অন্যদিকে উত্তর-পূর্ব দিল্লি থেকে জিতে লোকসভায় পৌঁছেছেন মনোজ তিওয়ারি।