• Pathshala: এক আকাশ স্বপ্ন, এক টাকার গুরুদক্ষিণায় নাচ গান ছড়ায় চলে গাছ তলার পাঠশালা
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০২ মার্চ ২০২৪
  • A School For One Rupee:

    টুনিঘাটা গ্রাম। এই গ্রামের বেশির ভাগ মানুষই জেলে এবং দিনমজুর। একটা সময় পর্যন্ত এই গ্রামের অনেক ছেলেমেয়েরাই ছিল স্কুলছুট। জীবিকা নির্বাহের জন্যে ছোট থেকে বেছে নিতে হত মাছ ধরা এবং পরিচারিকার কাজকে। মুখে দু-মুঠো ভাত তুলতে গিয়েই যাদের রোজ হিমশিম খেতে হয় তাদের এ ছাড়া উপায় কি! এর মধ্যে আবার পড়াশুনা! নেহাত বিলাসিতা ছাড়া আর কিছু নয়। সন্তানদের ভালো স্কুলে পড়াশোনা করানোর সামর্থ্য কোথায়? এইসব শিশুদের মূল স্রোতে ফেরানোর জন্যেই লড়াই শুরু করেছিলেন সঞ্জীব কাঞ্জিলাল। প্রত্যন্ত গ্রামের মেহগনি গাছ তলায়। এখানেই রয়েছে তাঁর পাঠশালা। যেখানে পাখির ডাক কানে ভেসে আসে। যতদূর চোখ যায় সবুজ আর সবুজ। ডিঙ্গি নৌকায় মাছ ধরে জেলে। এর মাঝে কিছু ছেলেমেয়েরা আওড়ে যায়, ‘পাখি সব করে রব…’।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)