• Modi Meeting With Suvendu-Sukanta: মমতাকে প্যাঁচে ফেলতে তুখোর ছক মোদীর! শুভেন্দু-সুকান্তর সঙ্গে একান্তে বৈঠক! কী বাতলালেন?
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০২ মার্চ ২০২৪
  • PM Modi’s Tips To Suvendu And Sukanta For Win BJP In Bengal:

    আরামবাগের থেকে তৃণমূল বিরোধীতায় কৃষ্ণনগরে মোদীর সুর চড়া। আসন্ন লোকসভা ভোটে শাহী টার্গেটকে ছাপিয়ে মোদীও চাইছেন রাজ্যের ৪২টি আসনেই জয়। এ জন্য পশ্চিমবঙ্গের বিজেপি কর্মী-সমর্থকদের আগামী ১০০ দিনের জন্য দায়িত্ব বেঁধে দিয়েছেন নমো। বলেছেন, ‘আপনারা আগামী ১০০ দিন গ্রামে গ্রামে যান। গ্রামের সকলকে আমার প্রণাম জানান।’ এখানেই থামেননি। শনিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর সঙ্গে একান্তে বৈঠক করেছেন। তৃণমূলকে প্যাঁচে ফেলতে বাতলেছেন তুখোর ছক। চব্বিশে দিল্লি জয়ের পথ মসৃণে মোদীর নজরে যে বাংলা, তা বুঝিয়ে দিয়েছেন দলের এ রাজ্যের দুই কাণ্ডারিকে।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)