• AIIMS Kalyani: নাম মাত্র খরচেই পান বিশ্বমানের পরিষেবা, কল্যাণী AIIMS-এও মিলবে স্বাস্থ্যসাথী-এর সুবিধা?
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০২ মার্চ ২০২৪
  • নাম মাত্র খরচে একই ছাদের নিচে মিলবে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা। ইতিমধ্যেই পুরোদমে রোগী পরিষেবা দিতে প্রস্তুত কল্যাণী AIIMS। ২০২১ সালের জানুয়ারিতে আটটি বিভাগ নিয়ে শুরু হয় এই হাসপাতালে ওপিডি পরিষেবা। সেই সময় ওপিডিতে প্রতিদিন ১০০ রোগীকে চিকিৎসা পরিষেবা প্রদান করা হলেও এখন এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮০০-২০০০। সেই সঙ্গে শুরু হয়েছে জরুরি পরিষেবাও।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)