দাঁড়িয়ে শনিবার প্রথমেই মোদীর (Modi) মুখে শোনা যায় ‘হরে কৃষ্ণ’, ‘জয় গৌরাঙ্গ মহাপ্রভু’। বাংলায় ভাষণ শুরু করেই ধীরে ধীরে ঝাঁঝ বাড়াতে থাকেন মোদী। একদিকে, রাজ্যের তৃণমূল (TMC) নেতৃত্বাধীন সরকারকে ধুঁয়াধার আক্রমণ যেমন শানালেন, উল্টোদিকে তেমনই আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিপক্ষদের কুপোকাত করতে বড় টার্গেট বেঁধে দিলেন দলকেও। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁর সভা-সমাবেশে ঠিক যে কায়দায় কর্মী-সমর্থকদের ‘চার্জ’ করেন, ঠিক তেমন কায়দাতেই নমোরও ঝোড়ো ব্যাটিং কৃষ্ণনগরের ময়দানে।