PM Modi Krishnanagar Rally: ‘অপরাধীই এখানে ঠিক করে কবে ধরা দেবে’, সন্দেশখালি ইস্যুতে ফের সোচ্চার মোদীর
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০২ মার্চ ২০২৪
PM Modi Krishnanagar Rally Update:
গতকাল আরামবাগের (Arambagh) পর আজ কৃষ্ণনগর (Krishnanagar)। বাংলা থেকেই লোকসভা ভোটের (Lok Sabha Polls 2024) প্রচার শুরু মোদীর (Modi)। গতকালও সন্দেশখালি (Sandeshkhali) ইস্যুতে যেভাবে সোচ্চার হতে দেখা গিয়েছিল তাঁকে, আজ সেই ঝাঁঝ আরও বাড়ালেন নমো। নাম না করে শেখ শাহজাহান (Sheikh Shahjahan) প্রসঙ্গও টানলেন BJP-র শীর্ষ সেনাপতি। ‘অপরাধীই এখানে ঠিক করে, সে কবে ধরা দেবে’, শেখ শাহাজাহানের নাম না নিয়েই তৃণমূল নেতৃত্বাধীন রাজ্য সরকারকে তীব্র আক্রমণ প্রধানমন্ত্রীর।