Oppo F25 Pro 5G: শক্তিশালী ব্যাটারির সঙ্গে ঝাঁ চকচকে ক্যামেরা, Oppo-এর 5G স্মার্টফোনের সেরা ডিজাইন চমকে দেবে
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০২ মার্চ ২০২৪
Oppo ভারতের লঞ্চ করেছে ব্র্যাণ্ডের নয়া স্মার্টফোন Oppo F25 Pro 5G । দামের কথা বললে, Oppo F25 Pro 5G এর 8GB + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 23,999 টাকা ($290) এবং 8GB + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 25,999 টাকা ($315)। এই স্মার্টফোনটি লাভা রেড বা ওশান ব্লু কালার অপশনে লঞ্চ করা হয়েছে। আগামী ৫ মার্চ থেকে এই ফোনটি কিনতে পারবেন ক্রেতারা।