• আফগানিস্তানে প্রবল তুষারপাত, ‌মৃত অন্তত ১৫
    আজকাল | ০২ মার্চ ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ আফগানিস্তান জুড়ে শুরু হয়েছে প্রবল তুষারপাত। দেশটির বিভিন্ন প্রদেশে বরফে ঢেকে গেছে রাস্তাঘাট ও বাড়ির ছাদ। তুষারপাতের জেরে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। প্রবল তুষারপাতের জেরে বহু জায়গায় রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় খাবার ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর ভাড়ারে টান পড়েছে। চরম দুর্ভোগে আফগান নাগরিকরা। অনেক জায়গায় বরফের জেরে বাড়ির দরজা পর্যন্ত আটকে যাচ্ছে। তাই নিজেরাই কোদাল নিয়ে বরফ সরানোর কাজে নেমে পড়েছেন অনেকে। বালখ ও ফরিয়াব প্রদেশে খাদ্যের অভাব ও তীব্র ঠাণ্ডার কারণে অন্তত ১০ হাজার গবাদি পশু মারা গেছে বলে জানা গেছে। পরিস্থিতির মোকাবিলা করতে প্রতিটি প্রদেশে আলাদা আলাদা কমিটি গঠন করা হয়েছে। প্রশাসন খুব দ্রুত সব রাস্তা থেকে বরফ সরানোর উদ্যোগ নিয়েছে। তুষারপাতের জেরে যারা আটকে পড়েছেন, তাদের উদ্ধার করতে টিম পাঠানো হয়েছে।
  • Link to this news (আজকাল)