• ‌যুদ্ধবিধ্বস্ত গাজায় আকাশপথে ত্রাণ বিলি করবে আমেরিকা
    আজকাল | ০২ মার্চ ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ যুদ্ধবিধ্বস্ত গাজায় আকাশপথে ত্রাণ বিলি করবে আমেরিকা। জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ত্রাণ সাহায্য নেওয়ার সময় হুড়োহুড়িতে বহু মানুষের প্রাণহানির ঘটনার পরেই এই ঘোষণা করেছেন বাইডেন। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার গাঁজা শহরে ত্রাণ বোঝাই লরি ঢোকার সময় ভিড়ের চাপে অন্তত ১১২ জন প্যালেস্তিনীয় প্রাণ হারান। আহত হন সাড়ে সাতশোর বেশি মানুষ। সাধারণ নাগরিককে লক্ষ্য করে ইজরায়েল সেনাবাহিনী গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছে হামাস। কিন্তু ইজরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, সতর্কতামূলক ফায়ারিং করার পরই হুড়োহুড়ি পড়ে যাওয়ায় অধিকাংশ মানুষ পদপিষ্ট হয় মারা যান।
  • Link to this news (আজকাল)