• পাকিস্তানে মারা গেল মুম্বই হামলার অন্যতম মাস্টারমাইন্ড আজম চিমা...
    আজকাল | ০২ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানে মারা গেল মুম্বই হামলার অন্যতম মাস্টারমাইন্ড আজম চিমা। হৃদরোগে আক্রান্ত হয়ে আজম চিমা মারা গিয়েছে বলেই গোয়েন্দা সূত্রে খবর। লস্কর-ই-তৈবার কমান্ডার হিসাবে কাজ করতেন আজম চিমা। ২০০৮ সালে মুম্বইতে জঙ্গি হামলার অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন আজম চিমা। চিমা ২০০৬ সালে মুম্বইতে ট্রেন বিস্ফোরণের ঘটনার সঙ্গেও যুক্ত ছিলেন। এই ট্রেন বিস্ফোরণের ঘটনায় ১৮৮ জন মানুষ প্রাণ হারিয়েছিলেন। আহত হয়েছিলেন ৮০০ জন। চিমাকে মার্কিন সরকারও ওয়ান্টেড বলে ঘোষণা করেছিল। পাকিস্তানের ফায়সলাবাদে চিমাকে সমাধিস্থ করা হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, ২০০৮ সালের ২৬ নভেম্বর ১০ পাকিস্তানি জঙ্গি দক্ষিণ মুম্বইয়ের সাগর পেরিয়ে তাজমহল হোটেলে হামলা চালিয়েছিল। ফলে মারা গিয়েছিল ১৬৬ জন মানুষ এবং ১৮ জন নিরাপত্তা কর্মী। 
  • Link to this news (আজকাল)