• কানপুরে আইটি হানা, উদ্ধার ৭ কোটি টাকার সম্পত্তি
    আজকাল | ০২ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কানপুরের একটি তামাকজাত প্রতিষ্ঠানে আইটি হানা। টানা তিনদিন ধরে চলছে এই আইটি হানা। ইতিমধ্যেই উদ্ধার হয়েছে প্রায় সাড়ে চার কোটি টাকা নগদ, এর পাশাপাশি ৩ কোটি টাকার অলঙ্কারও বাজেয়াপ্ত করেছে আইটি আধিকারিকরা। দিল্লির বাসিন্দা কেকে মিশ্রা এই তামাতজাত প্রতিষ্ঠানের মালিক। তাঁর বাড়ি থেকেই উদ্ধার হয়েছে এই অর্থ এবং অলঙ্কার। শুক্রবারই বেশ কয়েকটি দামী গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। এই গাড়িগুলির দাম প্রায় ৬০ কোটি টাকা। পাঁচটি দামী ঘড়িও বাজেয়াপ্ত করেছে আইটি। এগুলির মধ্যে একটি হীরে বসানো ঘড়িও রয়েছে। প্রতিষ্ঠানের মালিক মিশ্রাকে জেরা করে আইটি আরও তথ্য জানার চেষ্টা করছে। যদিও তিনি শারীরিক অসুস্থতার কথা জানিয়ে সমস্ত প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। মিশ্রার প্রতিষ্ঠানের বার্ষিক আয় যেখানে ২০ থেকে ২৫ কোটি টাকা, সেখানে কীভাবে এত সম্পত্তি তিনি করলেন তা জানার চেষ্টা করছে আইটি। দেশের পাঁচটি শহরে এই প্রতিষ্ঠানের যোগ রয়েছে। সেখানে গুজরাট, অন্ধ্রপ্রদেশ ও দিল্লির নাম রয়েছে। আইটি-র দাবি প্রচুর আয়কর ফাঁকি দেওয়া হয়েছে। 
  • Link to this news (আজকাল)