• রাজস্থান সরকার কেন্দ্রের রিমোর্ট কন্ট্রোলে চলছে: গেহলট
    আজকাল | ০২ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রাজস্থান সরকারকে রিমোর্ট কন্ট্রোল দিয়ে চালাচ্ছে কেন্দ্র। বিগত তিন মাস ধরে রাজস্থান সরকার নিজের ইচ্ছায় কোনও কাজ করছে না। গুজরাট মডেলকেই রাজস্থানে লাগু করা হচ্ছে বলে এদিন জানান রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র নিয়ে খেলা করছে বিজেপি। রাজস্থানের প্রতিটি কাজই তাই চলছে কেন্দ্রীয় সরকারের ইশারায়। একটি রাজ্য সরকারের নিজস্ব ক্ষমতা রয়েছে। সুশাসন গড়ে তোলার ক্ষেত্রে রাজ্য সরকারের নিজস্ব ভূমিকা থাকে। রাজ্য সরকার কখনই রিমোর্ট কন্ট্রোল দিয়ে চালানো যায় না। তাঁর দাবি, রাজস্থানে ডেপুটি মুখ্যমন্ত্রীর ক্ষমতা মুখ্যমন্ত্রী তুলনায় বেশি। গেহলটের এই বক্তব্যের পাল্টা দিয়েছে বিজেপি। কেন্দ্রীয় আইন মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেন, পূর্বের সরকার নিজেদের মধ্যে বিরোধের জেরে রাজস্থানের উন্নতি ঘটতে পারেনি। তবে বর্তমানে সেখানে তিনজনের কাছে দায়িত্ব রয়েছে যাতে রাজ্যের উন্নতি থেমে না থাকে।  
  • Link to this news (আজকাল)