• মনরেগা নিয়ে তৃণমূলের প্রতিবাদ
    আজকাল | ০২ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ‌মনরেগা প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর অভিযোগের প্রতিবাদ জানিয়ে রাজ্যের মন্ত্রী ডা. শশী পাঁজা বলেন, ‘‌অসত্য ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক প্রতিহিংসার জন্য বাংলায় যারা ১০০ দিনের কাজ করেছেন তাঁদের টাকা আপনি বন্ধ করে দিয়েছেন। প্রায় ৫৯ লক্ষ মানুষ যারা মনরেগা প্রকল্পে নথিভুক্ত ছিলেন এবং কাজ করেছেন তাঁদের টাকা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভুয়ো জবকার্ড সবথেকে বেশি ছিল উত্তরপ্রদেশে। তাঁদের টাকা কিন্তু বন্ধ করেননি।’‌প্রসঙ্গত, শনিবার কৃষ্ণনগরে সভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেখানে তৃণমূলের দিকে অভিযোগ করে নরেন্দ্র মোদি বলেন, ‘‌মনরেগা প্রকল্পে ২৫ লক্ষ ভুয়ো জবকার্ড তৈরি করা হয়েছিল। মনরেগার পয়সা লুট করেছে তৃণমূলের তোলাবাজরা। কারা কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাবেন সেটাও তৃণমূলের তোলাবাজরা ঠিক করে দেয়।’‌ যার পাল্টা দেন শশী পাঁজা। 
  • Link to this news (আজকাল)