জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বেঙ্গালুরুর বিখ্যাত ক্যাফেতে বিস্ফোরণ। বিস্ফোরণের ঘটনায় জখম ১০। কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানিয়েছেন, বিস্ফোরণে আইডি জাতীয় শক্তিশালী বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে মাথায় টুপি, চোখে চশমা, মুখে মাস্ক পরা সন্দেহভাজনের ছবি। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, সন্দেহভাজন একটি ব্যাগে হাতে ক্যাফেতে ঢোকেন। ওই ব্যাগের ভিতরই ছিল বিস্ফোরক। ক্যাফের ভিতর ব্যাগ রেখে বিস্ফোরণ হওয়ার আগেই ক্যাফে থেকে বেরিয়ে যায় সন্দেহভাজন।এই প্রসঙ্গে রামেশ্বরম ক্যাফের মালকিন দিব্যা রাঘবেন্দ্র রাও জানান, সন্দেহভাজন ক্যাফেতে এসে প্রথমে রাওয়া ইডলি খায়। তারপর ক্যাফের ভিতর ব্যাগ রেখে বেরিয়ে যায়। সিসিটিভি ফুটেজে ধরাও পড়েছে ইডলির প্লেট হাতে সন্দেহভাজনের ছবি। দিব্যা পুলিসকে আরও জানিয়েছেন, "বিস্ফোরণটি যখন হয়, তখন আমার ফোন আমার সঙ্গে ছিল না। তারপর আমি যখন ফোন হাতে নিই, তখন দেখি অসংখ্য মিসড কল। সঙ্গে সঙ্গে আমি আমার টিমকে ফোন করি। তাঁরা জানায় যে, ক্যাফেতে বিস্ফোরণ হয়েছে।"দিব্যার কথায়, "প্রথমে আমি ভেবেছিলাম যে হয়তো রান্নাঘরের ভিতর কিছু থেকে রান্নাঘরে বিস্ফোরণ হয়েছে। কিন্তু তারপরই আমরা দেখি যে রান্নাঘরের ভিতর কোনও কেউ আহত হয়নি এবং কোনও রক্তের দাগও নেই। বরং বিস্ফোরণ হয়েছে কাস্টমাররা যেখানে বসেন, সেখানেই। অভিযুক্ত নিজের অর্ডার নেয়। তারপর একটি কর্নারে বসে। নিজের খাওয়া শেষ করে। তারপর ওই কর্নারেই ব্যাগ রেখে ক্যাফে থেকে চলে যায়। এর কিছু পরই বিস্ফোরণটি হয়।"দিব্যা বলেন, "আমার ব্যবসা আমার সন্তানের মত। সেখানে ক্ষতি আমাকেও সমানভাবে আঘাত করেছে।" রামেশ্বরম ক্যাফে বেঙ্গালুরু শহরের বিখ্যাত খাবারের দোকান। সেখানে গিয়েছিলেন বলিউড তারকা কার্তিক আরিয়ানও। রামেশ্বরম ক্যাফেতে ধোসা ও ফিল্টার কফি খাওয়ার ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে ফ্যানদের সঙ্গে ভাগ করে নিতে দেখা গিয়েছিল কার্তিক আরিয়ানকে।এই বিস্ফোরণের ঘটনার পিছনে 'জঙ্গি নাশকতা' রয়েছে বলে শুক্রবার সন্ধ্যাতেই দাবি করেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া!সিদ্দারামাইয়া বলেন, বেঙ্গালুরুর বিস্ফোরণের ঘটনার পিছনে রয়েছে শক্তিশালী বিস্ফোরক। হয়তো সেই বিস্ফোরকের প্রাবল্য তত বেশি ছিল না, তবে এতে IED-ই ব্যবহার করা হয়েছে। কর্নাটকের ডিজিপিও জানান, ক্যাফেতে বোমা বিস্ফোরণ-ই ঘটেছে। এর পিছনে যারা রয়েছে, তাদের খুঁজে বের করা হবে।সন্দেহভাজন যুবকের সঙ্গে আরও একজনকে দেখা গিয়েছে সিসিটিভি ফুটেজে। যাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে বেঙ্গালুরু পুলিস। শুক্রবার বেলা ১২টা ৫০ থেকে দুপুর ১টার মধ্যে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিস্ফোরণে কোনও প্রাণহানি না ঘটলেও, ১০ জন আহত হয়েছেন।