• ভোটের আগে রাস্তা তৈরিতে জোর রাজ্য সরকারের, চা-বাগানে রাস্তার শিলান্যাস
    ২৪ ঘন্টা | ০২ মার্চ ২০২৪
  • অরূপ বসাক: যত ভোট এগিয়ে আসছে তত জন সাধারনের জন্য কাজ করছে রাজ্য সরকার। বর্তমানে রাস্তা তৈরিতে জোর দিয়েছে রাজ সরকার। এদিন দুটো রাস্তার কাজের শিলান্যাস হল। ডুয়ার্সের অন্যতম বড় চা-বাগান রাঙ্গামাটি। প্রায় আড়াই হাজার শ্রমিক। সেই মাল ব্লকের রাঙ্গামাটি চা বাগানে ২ কিমি দৈর্ঘ্যের রাস্তার নির্মাণ কাজের সূচনা করলেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দফতরের মন্ত্রী বুলু চিকবরাইক। 

    পাঁচটি ডিভিশনের এক শ্রমিক মহল্লা থেকে অন্য শ্রমিক দূরত্ব বেশ কয়েক কিমি। চাবাগানের মুল কারখানা থেকে শ্রমিক মহল্লাগুলির দূরত্ব কয়েক কিমি। রাস্তা কাঁচা ও ক্ষতবিক্ষত থাকায় শ্রমিকদের চলাচলে সমস্যা হয়। অসুস্থ রোগী নিয়ে যাওয়া আসায় ভোগান্তি হয়। ইতিমধ্যেই কয়েকটি রাস্তা পাকা হয়েছে। শ্রমিকদের দাবি ছিল, নয়াকামান ডিভিশনের শ্রমিক মহল্লা থেকে চাবাগানের হাসপাতাল পর্যন্ত ২ কিমি রাস্তা পাকা করার। সেই দাবি মেনে এদিন পুজা দিয়ে নারকেল ফাটিয়ে রাস্তার নির্মাণ কাজের সূচনা করলেন রাজ্যের অনগ্রসর শ্রেনী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দফতরের মন্ত্রী। উদ্বোধন করে মন্ত্রী বলেন, অনগ্রসর শ্রেনী কল্যাণ দফতর থেকে ৬৯ লক্ষ ২২ হাজার কোটি টাকা ব্যায়ে পিচের রাস্তা হবে। দ্রুত রাস্তার কাজ শেষ হবে। মানুষের উপকার হবে। উল্লেখ্য, মন্ত্রী বুলু চিকবরাইক রাঙ্গামাটি চা বাগানের বাসিন্দা। তিনি চা বাগানের শ্রমিকদের প্রতি যথেষ্ট সংবেদনশীল। অন্যদিকে, ভোটের আগে নতুন রাস্তা পেলো মাল ব্লকের ডামডিম গ্রাম পঞ্চায়েতের গুডহোপ চাবাগান সহ আশেপাশের মানুষ। আর এতেই রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছে এলাকার মানুষেরা।বহু দিন যাবৎ ডামডিমের গুডহুপ মোড় থেকে রাস্তাটি ভাঙা চূড়া অবস্থাই পড়ে রয়েছে। জলপাইগুড়ি জেলা পরিষদের পক্ষ থেকে এবারে এই রাস্তাটি ঝা চকচকে বানানো হবে। আজ সেই কাজের শিল্যানাস করলেন মাল ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুশীল কুমার প্রসাদ। মূলত এই রাস্তাটি ডামডিম বাগান, কুমলাই চা বাগান, বেতগুড়ি চা বাগান এর লোকেরা মালবাজার বা পেট্রল পাম্প যাওয়ার সুবিধার্থে ব্যবহার করেন।এই রাস্তাটি কাজ হলে অনেকের উপকার হবে বলে দাবি করেন মাল ব্লক সভাপতি সুশীল কুমার প্রসাদ। সূত্রের খবর, এক মাসের মধ্যেই রাস্তাটি তৈরি হয়ে যাবে। যার ফলে বর্ষার আগেই নতুন ঝা চকচকে রাস্তা পাবে এলাকার বাসিন্দারা।
  • Link to this news (২৪ ঘন্টা)