• বিরোধী দলনেতার পদ থেকে সরাতে হবে শুভেন্দুকে, খলিস্তান বিতর্কে দাবি শিখ সম্প্রদায়ের
    প্রতিদিন | ০২ মার্চ ২০২৪
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খলিস্তান বিতর্কে এবার সরাসরি শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) বিধানসভা থেকে সরানোর দাবি উঠল শিখদের (Sikh) তরফে। শনিবার কেন্দ্রীয় গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটির কাছে চিঠি পাঠিয়ে এমনই দাবি তুলেছেন তাঁরা। শিখদের সর্বোচ্চ সংগঠন অকাল তখতের তরফে এই দাবি ওঠায় বিষয়টি আরও স্পর্শকাতর হয়ে উঠল, তা বলাই বাহুল্য।

    সপ্তাহ দুয়েক আগে উত্তপ্ত সন্দেশখালি (Sandeshkhali) যাওয়ার পথে ধামাখালির কাছে পুলিশি বাধার মুখে পড়েন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপি নেতৃত্ব। ১৪৪ ধারা জারি রয়েছে, তাই সন্দেশখালি ঢোকা যাবে না বলে পুলিশ তাঁদের জানায়। সেখানে আইনশৃঙ্খলার দায়িত্বে ছিলেন আইপিএস (IPS) জসপ্রীত সিং। তাঁর সঙ্গে শুভেন্দুর বাকবিতণ্ডার মাঝেই বিরোধী দলনেতাকে বলতে শোনা যায়, ?উনি খলিস্তানি?। সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করেছিলেন আইপিএস সিং। তিনিও পালটা বলেন, ?আমার মাথায় পাগড়ি দেখে আপনি খলিস্তানি বলছেন? এ কেমন কথা??

    শুভেন্দুর এই মন্তব্য ঘিরে তোলপাড় হয়ে ওঠে রাজ্য রাজনীতি। রাজ্যের বিভিন্ন প্রান্তের শিখ সম্প্রদায়ের মানুষজন বিক্ষোভ শুরু করেন। বিরোধী দলনেতাকে ক্ষমা চাইতে হবে, এই দাবিও ওঠে। কলকাতার শিখ সম্প্রদায়ের মানুষজন রাজভবনে গিয়ে এবিষয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে হস্তক্ষেপের দাবি করেন। তাঁদের তরফে বলা হয়, এহেন মন্তব্য তাঁদের ধর্মের প্রতি অপমান। দোষীদের শাস্তি দেওয়া হোক। রাজ্যপাল আশ্বাস দেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।

    এই ইস্যুতে প্রধানমন্ত্রী মোদির ২ দিনের বঙ্গ সফরে শিখ সম্প্রদায় তাঁর সঙ্গে দেখা করার জন্য আবেদন জানায়। সেই সাক্ষাৎ না হলেও শনিবার অকাল তখতের (Akal Takt) প্রতিনিধিরা দাবি কেন্দ্রীয় কমিটিকে চিঠি লিখে দাবি তুললেন, বিরোধী দলনেতার (LoP) পদ থেকে সরানো হোক শুভেন্দু অধিকারীকে। যার জেরে শুভেন্দুর উপর চাপ আরও খানিকটা বাড়ল।
  • Link to this news (প্রতিদিন)