• BJP Candidate List 2024 : প্রথম দফায় বাংলার ২০ লোকসভা আসনে প্রার্থী ঘোষণা বিজেপির, কোথায়- কে দাঁড়াচ্ছেন?
    এই সময় | ০২ মার্চ ২০২৪
  • লোকসভা ভোটের প্রার্থী ঘোষণা শুরু করে দিল ভারতীয় জনতা পার্টি। শনিবার প্রথম দফায় ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। সেখানে বাংলারও ২০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বিগত দু'বারের মতো এবারেও বারাণসী কেন্দ্র থেকে ভোটে লড়ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম দফার এই প্রার্থী তালিকায় ২৮ জন মহিলা প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। ৩৮ জন কেন্দ্রীয় মন্ত্রীকেও প্রথম দফার প্রার্থী তালিকায় রাখা হয়েছে। এবার বাংলার প্রথম দফার প্রার্থী তালিকা একনজরে দেখে নেওয়া যাক।বিজেপির প্রার্থী তালিকা

    কোচবিহার - নিশীথ প্রামাণিক

    আলিপুরদুয়ার - মনোজ টিগ্গা

    বালুরঘাট - সুকান্ত মজুমদার

    মালদা উত্তর - খগেন মুর্মু

    মালদা দক্ষিণ - শ্রীরূপা মিত্র চৌধুরী

    বহরমপুর - নির্মল কুমার সাহা

    মুর্শিদাবাদ - গৌরী শঙ্কর ঘোষ

    রানাঘাট - জগন্নাথ সরকার

    বনগা - শান্তনু ঠাকুর

    জয়নগর - অশোক কান্ডারী

    যাদবপুর - অনির্বাণ গাঙ্গুলি

    হাওড়া - রথীন চক্রবর্তী

    হুগলি - লকেট চট্টোপাধ্যায়

    কাঁথি - সৌমেন্দু অধিকারী

    ঘাটাল - হিরন্ময় চট্টোপাধ্যায়

    পুরুলিয়া - জ্যোতির্ময় সিং মাহাতো

    বাঁকুড়া - সুভাষ সরকার

    বিষ্ণুপুর - সৌমিত্র খাঁ

    আসানসোল - পবন সিং

    বোলপুর - প্রিয়া সাহা

    লোকসবা ভোটের প্রার্থী তালিকা নিয়ে বিগত কিছুদিন ধরেই জল্পনা চলছিল রাজনৈতিকমহলে। কোথায় কে দাঁড়াতে পারেন, বা গত নির্বাচনে যাঁরা জয়ী হয়েছেন তাঁদের মধ্যে কতজন টিকিট পাবেন, নতুন কোন কোন মুখ প্রার্থী হবে, সেই সব নিয়ে চর্চা চলছিলই। তারই মাঝে এদিন হঠাৎই বিকেলের দিকে সূত্র মারফৎ জানা যায়, আজই সন্ধ্যায় প্রথম দফার প্রার্থী তালকা ঘোষণা করতে চলেছে বিজেপি। তারপর থেকে খুব স্বাভাবিকভাবেই, তালিকায় কারা স্থান পাবেন সেই দিকে নজর ছিল সকলের। আর সন্ধ্যায় বিজেপির তরফ থেকে সেই প্রার্থী তালিকা ঘোষণাও করে দেওয়া হয়।

    পরপর দু'দিন রাজ্যে কর্মসূচি ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেখ
  • Link to this news (এই সময়)