• Countries With Max Indian Population: ভারত ছাড়া ভারতীয়দের 'সেকেন্ড হোম' কোন কোন দেশ? জানুন
    এই সময় | ০২ মার্চ ২০২৪
  • পৃথিবীর কোণায় কোণায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভারতীয়রা। পশ্চিমী দেশের মধ্যে অনেক দেশেই ভারতীয়দের বাস। অনেকে কর্মসূত্রে প্রবাসী ভারতীয় হিসেবে বিদেশে থাকেন। বছরে এক বার দুইবার বা দুই তিন বছর হয়তো দেশে ফেরেন তাঁরা। অনেকে আবার বিদেশে থাকতে থাকতে সেখানকার স্থায়ী বাসিন্দা হয়ে গিয়েছেন। দেশে ফিরলেও তা খুবই কম। বিদেশের মাটিতে এমন বহু ভারতীয় বংশোদ্ভূতও খুঁজে পাওয়া যায় যাঁদের পরিবারের কেউ হয়তো কোনও এককালে সেখানে বসতি গড়েছিলেন। সেখানেই সংসার হয়েছে, বেড়েছে পরিবার। সেই দেশেরই নাগরিক হয়ে গিয়েছেন পরিবারের বংশধররা। তবে রক্তে হয়তো কোনও ভাবে বইছে ভারতীয়ের রক্ত। যে যাই হোক না কেন এই প্রতিবেদনে আলোচনা করব কোন কোন দেশে সব থেকে বেশি ভারতীয়র বাস।মরিশাস থেকে শুরু করে ব্রিটেন, সংযুক্ত আরব আমিরশাহি থেকে সিঙ্গাপুর, আমেরিকা থেকে ফ্রান্স মোটামুটি সব দেশেই ভারতীয়দের অবাধ বিচরণ। বহু ভারতীয়ই সেখানে কর্মসূত্রে থাকেন। কোনও কোনও দেশে এত সংখ্যক ভারতীয়ের আধিক্য যে সেখানে গেলে যেন মনে হবে এ যেন এসেছি ঠিক 'মিনি ইন্ডিয়ায়'।

    মরিশাস

    মরিশাসের ভারতীয় জনসংখ্য়া ৭০ শতাংশ। ভারত মহাসাগরের দক্ষিণ-পশ্চিম প্রান্তে মরিশাস। ভারত থেকে প্রতি বছর বহু পর্যটক এই দ্বীপে ঘুরতে যান। বিদেশি পর্যটনকেন্দ্র হিসাবে মরিশাসের যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। মরিশাসে মেলে ভারতীয় খাবার দাবার সবকিছুই।

    যুক্তরাজ্য

    ভারত এবং যুক্তরাজ্যের মধ্যে গভীর সাংস্কৃতিক যোগসূত্র রয়েছে দীর্ঘদিনের। এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভারতীয় রেস্তোরাঁ-দোকান। বহু জায়গায় ভারতীয় সংস্কৃতির মেলবন্ধন প্রতিফলিত হয়।

    সংযুক্ত আরব আমিরশাহি

    প্রতিবছর এখানে কাজ করতে আসে বহু মানুষ। এই দেশেও রয়েছে ভারতীয় সংস্কৃতির ছাপ। আনাচে-কানাচে ঘুরলে ভারতীয় রেস্তোরাঁ, জিনিস-পত্র সবই মিলবে। প্রতি বছর এই দেশে বহু ভারতীয় পর্যটকও ভিড় জমান।

    সৌদি আরব

    সৌদি আরবে যথেষ্ট সংখ্য়ক প্রবাসী ভারতীয়র বাস। দেশের মোট জনসংখ্য়ার ১০ শতাংশ থেকে ১৩ শতাংশ প্রবাসী ভারতীয়।

    কানাডা

    প্রতি বছর কানাডায় যান একটা বড় সংখ্যক ভারতীয়। বিদেশি পড়ুয়াদের মধ্যে ভারতীয়দের সংখ্যা থাকে সর্বাধিক। এখানকার চাকরির সুযোগ, উন্নতমানের জীবনযাত্রা আকৃষ্ট করে ভারতীয়দের।

    ওমান

    ওমানে মোট জনসংখ্য়ার প্রায় ২০ শতাংশ ভারতীয়। এই দেশের বহু জায়গায় ভারতীয়দের ভিড় চোখে পড়ার মতো।

    সিঙ্গাপুর

    সিঙ্গাপুরে প্রতি বছর ঘুরতে যান বহু ভারতীয়। ভারতীয় পণ্যও কেনাবেচা হয় দেদার। ২০২৩ সালের হিসেবে সিঙ্গাপুরে ভারতীয় জনসংখ্য়া বেড়ে হয়েছে সাত লাখ।

    মার্কিন যুক্তরাষ্ট্র

    প্রবাসী ভারতীয়দের থাকার নিরিখে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর মধ্য়ে দ্বিতীয়। প্রতি বছরই ভারত থেকে বহু ভারতীয় পাড়ি দেন মার্কিন যুক্তরাষ্ট্রে।
  • Link to this news (এই সময়)