BJP MP Jayant Sinha : গম্ভীরের পর আরও এক তারকা সাংসদ, প্রার্থী হতে নারাজ জয়ন্ত
এই সময় | ০২ মার্চ ২০২৪
লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতার অনিচ্ছাপ্রকাশ করে বিজেপির অস্বস্তি বাড়িয়েছিলেন গৌতম গম্ভীর। এবার সেই তালিকায় যুক্ত হল প্রাক্তন মন্ত্রী তথা লোকসভা সাংসদ জয়ন্ত সিনহার নাম। প্রতিন্দ্বন্দ্বিতায় অনীহা প্রকাশ করে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে দিয়েছেন চিঠি।বিজেপির অস্বস্তি বাড়াল জয়ন্ত
লোকসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে বিরোধীদের বেশ খানিকটা পিছনে ফেলে এগিয়ে রয়েছে বিজেপি। খুব শীঘ্রই প্রকাশ করতে পারে তাদের প্রথম প্রার্থী তালিকা। কিন্তু তার আগে গৌতম গম্ভীরের পর এবার পদ্ম শিবিরের অস্বস্তি বাড়ালেন আরেক সাংসদ জয়ন্ত সিনহা। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ইচ্ছাপ্রকাশ করে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে দিয়েছেন একটি চিঠি। নাড্ডাকে দেওয়া সেই চিঠি সোশ্যাল মিডিয়া এক্সে করেছেন পোস্ট।
কী লিখেছেন চিঠিতে?
সর্বভারতীয় সভাপতি নাড্ডাকে লেখা চিঠিতে জয়ন্ত লিখেছেন, বর্তমানে তিনি বিশ্ব জলবায়ু পরিবর্তন মোকাবিলা নিয়ে কাজ করছেন। এ বিষয়ে নজর দিতে বেশি আগ্রহী। আর সেই কারণে নির্বাচনী লড়াই থেকে অব্যাহতির চিঠি বলে জানিয়েছেন। এরই পাশাপাশি দীর্ঘ ১০ বছর ধরে সাংসদ হিসেবে হাজারিবাগের মানুষের সেবা করার যে সৌভাগ্য দল দিয়েছিল, তারজন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি জানিয়েছেন কৃতজ্ঞতা।
জয়ন্ত সিনহা কে?
২০১৪ সালে লোকসভা নির্বাচনে ঝাড়খণ্ডের হাজারিবাগ কেন্দ্র থেকে জয়ন্ত সিনহাকে প্রার্থী করেছিল বিজেপি। সেই নির্বাচনে জিতে সাংসদ হয়েছিলেন তিনি। প্রথম নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় স্থান হয়েছিল তাঁর। দায়িত্ব পেয়েছিলেন অর্থমন্ত্রকের। পরে অর্থমন্ত্রক থেকে সরিয়ে বিমানমন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী করা হয়েছিল তাঁকে। ২০১৯ সালে হাজারিবাগ থেকে ফের সাংসদ নির্বাচিত হওয়ার পর দ্বিতীয় মোদী মন্ত্রিসভায় স্থান হয়নি তাঁর।
উল্লেখ্য, জয়ন্ত সিনহার বাবা যশবন্ত সিনহাও বিজেপির সাংসদ ছিলেন। এই হাজারিবাগ লোকসভা কেন্দ্র থেকে জিতে অটলবিহারী বাজপেয়ী মন্ত্রিসভায় স্থান হয়েছিল তাঁর। ২০০৪ সালের লোকসভা নির্বাচনে পরাজিত হলেও, ২০০৯-এ হাজারিবাগ পুনরুদ্ধার করেছিলেন যশবন্ত। ২০১৪ সালে বাবার আসনে প্রার্থী করা হয়েছিল জয়ন্তকে। পরে যশবন্ত বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে তৃণমূলে যোগ দিয়েছিলেন। ২০২২ সালে রাষ্ট্রপতি নির্বাচনে হয়েছিলেন বিরোধী প্রার্থীও।
রাজনীতি থেকে অব্যাহতি চেয়েছেন গৌতম গম্ভীর জয়ন্ত সিনহার পাশাপাশি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে অব্যাহতি চেয়েছেন পূর্ব দিল্লির বিজেপি সাংসদ তথা প্রাক্তন ভারতীয় ক্রিরেটার গৌতম গম্ভীরও। বর্তমানে তিনি আইপিএলের দল কেকেআরের মেন্টরের দায়িত্ব পালন করছেন। ক্রিকেটে মনযোগ দেওয়ার জন্যই অব্যাহতি চাইছেন বলে জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নাড্ডাকে।