• Puri Jagannath Temple : পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশদ্বারের তৃতীয় সিঁড়িতে কেন পা দেওয়া হয় না? জানুন কারণ
    এই সময় | ০২ মার্চ ২০২৪
  • পুরী বাঙালীদের অন্যতম পর্যটন কেন্দ্র। পুরী যায়নি, এমন বাঙালীর সংখ্যা খুবই কম। আর সেখানে গেলে, জগন্নাথ দর্শন মাস্ট। এই দর্শনের সময় মন্দিরের মূল প্রবেশদ্বারের সঙ্গে যুক্ত তৃতীয় সিঁড়ির রহস্য অনেকেরই অজানা। যাঁদের এই রহস্য সম্বন্ধে ধারণা রয়েছে, তাঁরা ভুলেও তৃতীয় সিঁড়িতে পা রাখেন না।জগন্নাথ মন্দির নিয়ে মিথ

    পুরীর জগন্নাথ মন্দির হচ্ছে দেশের চার ধামের অন্যতম। আজও এই মন্দিরে এমন অনেক অলৌকিক ঘটনা ঘটে, যার উত্তর বিজ্ঞানের কাছে নেই। পুরাণ অনুসারে, জগন্নাথকে পৃথিবীর বৈকুণ্ঠ বলে মনে করা হয়। জগন্নাথ হচ্ছেন বিষ্ণুর অবতার। ভাই বলরাম এবং বোন সুভদ্রার সাথে উপবিষ্ট।

    অনেকের ধারণা, পুরীর জগন্নাথ দর্শন করলে সমস্ত মনস্কামনা পূরণ হয়ে থাকে। ধুয়ে যায় সমস্ত পাপ। এই মন্দিরের তৃতীয় সিঁড়ি নিয়ে একটি মিথ প্রচলিত রয়েছে। জগন্নাথ দর্শনের সময় অনেকে এই তৃতীয় সিঁড়ি স্পর্শ করে না।

    তৃতীয় সিঁড়ির রহস্য কী?

    মন্দিরের তৃতীয় সিঁড়ি সংক্রান্ত প্রচলিত মিথ সম্বন্ধে জানা যায় যে জগন্নাথ দর্শনের পর মানুষ পাপমুক্ত হয় বলে মনে করা হয়। আর তা দেখে যমরাজ জগন্নাথের কাছে এসে বলেছিলেন, আপনাকে দেখে মানুষ সহজে পাপমুক্ত হয়ে যায়। কেউ আর যমলোকে আসে না। সেই সময় নাকি জগন্নাথ যমরাজকে বলেছিলেন, মন্দিরের প্রবেশদ্বারের তৃতীয় ধাপের স্থানটি ‘যম শিলা’ নামে পরিচিত হবে।

    যে জগন্নাথ দর্শনের সময় তৃতীয় সিঁড়িতে পা রাখবেন, তাঁর সমস্ত পুণ্য হ্রাস পাবে। আর পাপ বৃদ্ধি পাওয়ার জন্য যেতে হবে যমলোকে।

    মন্দির দর্শনের সময় যে বিষয় গুলির উপর নজর দিতে হবে

    জগন্নাথ মন্দিরের প্রধান ফটক থেকে প্রবেশের সময় নিচ থেকে তৃতীয় ধাপে ‘যম শিলা’ অবস্থিত। দর্শনের জন্য মন্দিরে প্রবেশের সময় আপনাকে ওই সিঁড়িতে পা রাখতে হবে। তবে, জগন্নাথ দর্শন করে ফেরার সময় সেই পাথরে পা রাখা উচিত নয়। এই পাথরটি কালো রঙের। এবং এই সিঁড়ির রং অন্যান্য সিঁড়ির থেকে সম্পূর্ণ আলাদা।

    এখনও যাঁদের জগন্নাথ দর্শনে পুরী যাওয়া হয়ে ওঠেনি, বা দর্শনের মনস্থির করেছেন, তৃতীয় সিঁড়ির রহস্য জেনেই জগন্নাথ দর্শন করবেন। পুরীর জগন্নাথ মন্দিরের মূল প্রবেশদ্বারের তৃতীয় সিঁড়ির রহস্য নিয়ে জ্যোতিষীদের একাংশও সাবধানবাণী শুনিয়েছেন। ভুল করে তৃতীয় সিঁড়িতে পা না দেওয়ার জন্য দিয়েছেন পরামর্শ।
  • Link to this news (এই সময়)