• BJP Candidate List: চূড়ান্ত নাম, কবে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির?
    এই সময় | ০২ মার্চ ২০২৪
  • শনিবার প্রকাশিত হতে পারে বিজেপির প্রথম প্রার্থী তালিকা। শুক্রবার ভোররাত পর্যন্ত প্রার্থী বাছাইয়ের বৈঠকের শনিবার লোকসভা ভোটের প্রথম তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে গেরুয়া শিবিরের। যদিও এখনও প্রথম প্রার্থী তালিকাই প্রকাশ্যে আসেনি তারই মধ্যে প্রশ্ন উঠছে দ্বিতীয় প্রার্থী তালিকা কবে প্রকাশ করবে বিজেপি?সূত্রের খবর, ৬ মার্চ দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বিজেপি। আগামী ৬ মার্চ বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠক হতে চলেছে। এই বৈঠকের পর বিজেপি লোকসভা নির্বাচনের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে। ২৯ ফেব্রুয়ারি দিল্লিতে বিজেপির সদর দফতরে শীর্ষ নেতৃত্বের বৈঠক হয়। বিভিন্ন বিষয় পর্যালোচনা করে চূড়ান্ত হয়েছে প্রথম তালিকা। তা প্রকাশ শুধুমাত্র সময়ের অপেক্ষা। যে কোনও সময় তা প্রকাশিত হতে পারে। প্রথম তালিকায় থাকতে পারে ১০০ নাম।

    ছত্তিশগড়ের প্রধান সিএম বিষ্ণুদেব সাই এবং ডেপুটি সিএম অরুণ সাও সহ অনেক সিনিয়র নেতা বৃহস্পতিবার দিল্লিতে গভীর রাত পর্যন্ত বিজেপি কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে যোগ দিয়েছিলেন। ওই বৈঠকেই একাধিক রাজ্যের প্রার্থীদের নাম নিয়ে আলোচনা হয়েছে। সূত্রের খবর, তালিকায় দেড়শ থেকে দুইশো আসনে প্রার্থী ঘোষণারও সম্ভাবনা রয়েচে। ছত্তিশগড় লোকসভা আসনগুলি থেকে ৫ থেকে ৮ জন প্রার্থীর নাম ঘোষণা হতে পারে।

    বিজেপি বিজয়ী মুখদের নিয়ে মাঠে নামবে

    বিজেপির এক শীর্ষ নেতা জানিয়েছেন, সম্ভাব্য সব প্রার্থী নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিটির সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়েছে। খুব শিগগিরই কেন্দ্রীয় নির্বাচন কমিটি বিবেচনা করে প্রার্থী তালিকা ঘোষণা করবে। তাঁর কথায়, প্রতিটি আসনে বিজেপি একজন যোগ্য ও যাঁর জয় প্রায় সুনিশ্চিত, যিনি দেশের কথা ভাবেন তাঁকেই প্রার্থী হিসেবে বাছাই করেছে। তাঁর দাবি, ছত্তিশগড়ে ১১টি আসনের সবক'টিতে বিপুল অঙ্কে জয় পাবে বিজেপি।

    বিজেপির প্রথম তালিকায় এই লোকসভা কেন্দ্রগুলির জন্য এই নামগুলি ঘোষণা করা হতে পারে

    ১.রায়পুর- বর্তমান সাংসদ সুনীল সোনি, ব্রিজমোহন আগরওয়াল, ডক্টর বিজয় শঙ্কর মিশ্র, লক্ষ্মী ভার্মা, কেদারনাথ গুপ্ত, সঞ্জয় শ্রীবাস্তব।২.দূর্গ- বর্তমান সাংসদ বিজয় বাঘে

    ৩.রাজনন্দগাঁও- প্রাক্তন সাংসদ অভিষেক সিং, সন্তোষ পান্ডে, মধুসূদন যাদব

    ৪.কোরবা- সরোজ পাণ্ডে

    ৫. সুরগুজা - কমলভান সিং, রামসেবক পাইকরা, বিজয়নাথ সিং, রামকিসুন সিং

    ৬. রায়গড়- রোহতি সাই, আরপি সাই, সুষমা খালকো, গেন্ডলাল কানওয়ার এবং রজনী রাথিয়া

    ৭. জাঞ্জগির চম্পা- গুরুদয়াল পাটলে, কমলেশ জাঙ্গাদে, ভেদরাম মানহারে, গুহরম আজগালে, বিকাশ মাহাতো

    ৮. বিলাসপুর- অমর আগরওয়াল, রজনীশ সিং, লাখনলাল সাহ

    ৯. মহাসমুন্দ- চন্ডুলাল সাহু, চুন্নীলাল সাহু, রূপকুমারী চৌধুরী

    ১০. কাঙ্কের- ভোজরাজ নাগ, বিকাশ মারকাম। রাধেলাল নাগ, মোহন মাণ্ডব্য

    ১১.বস্তার - শুভরাম কাশ্যপ, রূপ সিং মান্ডবী, মহেশ গাগদা

    বিজয় বাঘেল ও সরোজ পাণ্ডের নাম প্রায় চূড়ান্ত

    সূত্রের খবর, দূর্গ লোকসভা থেকে বর্তমান সাংসদ বিজয় বাঘেল এবং কোরবা থেকে সরোজ পাণ্ডের নাম প্রায় চূড়ান্ত করেছে বিজেপি। বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি এই দুটি নাম অনুমোদন করেছে, ঘোষণা এখনও হয়নি।
  • Link to this news (এই সময়)