সালটা ২০১৪, সেই সময় বঙ্গে পদ্ম শিবিরের দাপট ততটাও ছিল না। BJP-র তুরুপের তাস বাবুল সুপ্রিয়। এই জনপ্রিয় গায়ককে প্রার্থী করায় চমকে উঠেছিলেন অনেকেই। বাবুল পেরেছিলেন। সেই বছর লোকসভায় যে দুটি আসনে পদ্ম ফুটেছিল তার মধ্যে আসানসোল অন্যতম। এরপর গঙ্গা দিয়ে বহু জল গড়িয়ে গিয়েছে। বাবুল আপাতত তৃণমূলে।এরপরেই আসানসোলের লোকসভা কেন্দ্রে আমূল বদল হয়। উপনির্বাচনে BJP-র নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সংশ্লিষ্ট কেন্দ্রের সাংসদ হন শত্রুঘ্ন সিনহা। তাঁর ‘স্টার দম’-কে টেক্কা দেওয়ার জন্য আসানসোলে কি আরেক তারকার কথা ভাবছে BJP? রাজনৈতিক কারবারিদের একাংশের কথায়, এই কেন্দ্রের জন্য গেরুয়া শিবিরের ‘ফেভারিট’ ভোটপুরি গায়ক -নায়ক পবন সিং। তাঁর সোশ্যাল মিডিয়ায় ভক্ত সংখ্যা অসংখ্য। আর ভোট ময়দানে সেই ‘শিল্পী বনাম শিল্পী’-র সমীকরণই চাইছে গেরুয়া শিবির, সূত্রের খবর এমনটাই।
আমি প্রার্থী পদের জন্য আবেদনই করিনিঅগ্নিমিত্রা পল
এদিকে গত কয়েক বছরে আসানসোলে হামেশাই দেখা গিয়েছে BJP বিধায়ক অগ্নিমিত্রা পলকে। জোর গুঞ্জন ছিল, তাঁকেই নাকি এই কেন্দ্রের প্রার্থী করতে চলেছে গেরুয়া শিবির। সেক্ষেত্রে অগ্নিমিত্রা নাকি পবন? কে হবে এই কেন্দ্রে BJP-র প্রার্থী? এই নিয়ে এবার মুখ খুললেন অগ্নিমিত্রা পল। তিনি জানান, লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য যে আবেদনপত্র জমা দিতে হয় তা নিজে দেননি। দল যে দায়িত্ব তাঁকে দেবে তা পালন করবেন বলে জানান অগ্নিমিত্রা।
কৃষ্ণনগরের জনসভা থেকে মহুয়াকে কটাক্ষ সুকান্ত মজুমদারের
এই বিধায়ক বলেন, ‘দল যা বলবে তাই হবে। সবার আগে দল। শত্রুঘ্ন সিনহা একজন অভিনেতা। অন্যদিকে, পবন সিংও গায়ক অভিনেতা। এই সমীকরণ যদি দল মনে করেন তা একটা দিক হতে পারে। আমার তরফে ২০০ শতাংশ সমর্থন থাকবে। কারণ আমাদের মোদীজিকে জেতাতে হবে। আমি প্রার্থী পদের জন্য আবেদনই করিনি। দল যদি মনে করে আমাকে দাঁড় করাবে আমি লড়ব। যদি আসানসোল ছাড়া অন্য কোনও কেন্দ্রে লড়তে বলে লড়ব। আর দল যদি বলে না ভোটে লড়ে কাজ করতে, তাহলে তাই করব। আমার কাছে ভোটে লড়াই করাটা গুরুত্বপূর্ণ নয়।’
অর্থাৎ আসানসোলে দল যাকেই সৈনিক হিসেবে বেছে নেবে, তার জন্য লড়াই করবেন বলে জানান অগ্নিমিত্রা পল। শোনা যাচ্ছে শনিবার সন্ধ্যাতেই নাকি প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে গেরুয়া শিবির। সেখানে কি বাংলার কোনও কেন্দ্রের নাম থাকবে? এখন তা দেখার।