• BJP Candidate List 2024 : হেভিওয়েট কেন্দ্রের হেভিওয়েট বিজেপি প্রার্থী, টিকিট পেয়ে সুষমা স্বরাজের কন্যা বললেন...
    এই সময় | ০৩ মার্চ ২০২৪
  • লোকসভা নির্বাচন উপলক্ষ্যে ১৯৫ জনের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। এই তালিকায় স্থান দেওয়া হয়েছে প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজের মেয়ে বাঁসুরি স্বরাজকে। নতুন দিল্লি কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে তাঁকে। প্রার্থী করার জন্য কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি জানিয়েছেন কৃতজ্ঞতা।

    সুষমা স্বরাজের মেয়েকে প্রার্থী করল বিজেপি

    শনিবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ১৯৫টি আসনের প্রার্থীর প্রথম তালিকাটি প্রকাশ করে। এই তালিকায় রয়েছে রাজধানীর ৭টির মধ্যে ৫টি কেন্দ্রের প্রার্থীর নামও। নতুন দিল্লি কেন্দ্রের প্রার্থী পরিবর্তন করেছে পদ্ম শিবির। ২০১৯ সালে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন মীনাক্ষী লেখি। এবার তাঁকে প্রার্থী করেনি দল। আস্থা রাখা হয়েছে প্রয়াত প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের মেয়ে বাঁসুরি স্বরাজের উপর।প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়েছে বাঁসুরি

    নতুন দিল্লি লোকসভা কেন্দ্র থেকে বিজেপি তাঁকে প্রার্থী করায় উচ্ছ্বসিত বাঁসুরি স্বরাজ। তাঁর উপর আস্থা রাখার জন্য নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ফের কেন্দ্র মোদী সরকার বলে স্লোগান দিতেও দেখা যায় সুষমা কন্যাকে। লোকসভা নির্বাচনে দেশের মানুষ নরেন্দ্র মোদীর উপর ফের আস্থা রাখবেন বলে আশাপ্রকাশ করেছেন তিনি। সেই সঙ্গে দলও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে বলেও মনে করছেন।

    বাঁসুরি স্বরাজ কে?

    প্রয়াত প্রাক্তন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজের মেয়ে বাঁসুরি স্বরাজ বিজেপি দিল্লির আইনি সেলের সহ-আহ্বায়ক। এই প্রথমবার সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন তিনি। বাঁসুরি স্বরাজ লন্ডনের ওয়ারউইক বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। পরে তিনি লন্ডনের বিপিপি ল স্কুল থেকে আইনে স্নাতক ডিগ্রি লাভ করেন।

    ব্যারিস্টার হিসেবে করেছেন যোগ্যতা অর্জন। এছাড়া তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেন্ট ক্যাথরিন কলেজ থেকে ইরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বেশ কয়েকটি ফৌজদারি মামলায় সাফল্যের সঙ্গে সওয়াল করেছেন বাঁসুরি স্বরাজ। বর্তমানে তিনি হরিয়ানা রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল হিসেবে নিযুক্ত।

    দিল্লির ৫ লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা

    প্রথম দফায় দিল্লির ৫ লোকসভা কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি। নতুন দিল্লি কেন্দ্র থেকে বাঁসুরি স্বরাজ ছাড়াও চাঁদনি চক কেন্দ্র থেকে লড়বেন প্রবীণ খাণ্ডেলওয়াল। উত্তর-পূর্ব দিল্লি থেকে প্রার্থী হয়েছেন মনোজ তিওয়ারি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে লড়েছিলেন তিনি।

    পশ্চিম দিল্লি থেকে কমলজিৎ সেহরাওয়াত এবং দক্ষিণ দিল্লি থেকে লড়বেন রামবীর সিং বিধুরি। টিকিট দেওয়া হয়নি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধন এবং বিতর্কিত সাংসদ রমেশ বিধুরিকে।
  • Link to this news (এই সময়)