BJP Candidate List: নারী শক্তিতে ভরসা! বিজেপি প্রথম তালিকায় কোন কোন মহিলা প্রার্থীর নাম?
এই সময় | ০৩ মার্চ ২০২৪
শনিবার প্রথম দফায় আসন্ন লোকসভা নির্বাচনে ১৯৫ প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। প্রথম তালিকায় রয়েছে ২৮ জন মহিলা প্রার্থী, ৪৭ জন যুব প্রার্থী ( ৫০ বছরের নীচে বয়স), ২৭ জন তফসিলি জাতি, ১৮ জন তফসিলি উপজাতি ও ৫৭ জন ওবিসি প্রার্থী।বারাণসী কেন্দ্র থেকে নির্বাচনে লড়বেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বিজেপি সদর দফতর থেকে তালিকা প্রকাশ করে জাতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওদে। প্রধানমন্ত্রীর প্রশংসাও শোনা যায় তাঁর কণ্ঠে। বলেন, ন, 'প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে আমরা এক দশক ধরে ক্রমাগত উন্নয়নের পথে এগোচ্ছি। সুশাসন ও দরিদ্র কল্যাণ এবং সবকা সাথ, সবকা বিকাশ, সবকা ট্রাস্ট এবং সবকা প্রচেষ্টার মন্ত্রে শুধু দেশে নয়, বিশ্ব মঞ্চে সেবার এক অপূর্ব দৃষ্টান্ত উপস্থাপন করা হয়েছে।' তাঁর আরও সংযোজন, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে গত ১০ বছরে অনেক জনস্বার্থের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এইবার, 'বিজেপি ৩৭০ এবং এনডিএ ৪০০-এর টার্গেট পূরণে মরিয়া।' আসন্ন নির্বাচনে নারী শক্তির উপর ভরসা রাখতে চাইছে বিজেপি তা বিজেপির প্রথম প্রার্থী তালিকা দেখেই স্পষ্ট। যে আটজন মহিলা প্রার্থীর জায়গা হল প্রথম তালিকায় জেনে নেব তাঁদের নাম।