• Faiz Fazal: স্বপ্নের অভিষেক, তারপর ছুড়ে ফেলে টিম ইন্ডিয়া! অবসর নিয়ে অভিমানের বিস্ফোরণ ফজলের
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৩ মার্চ ২০২৪
  • Faiz Fazal Zimbabwe:

    জিম্বাবোয়ের বিরুদ্ধে ২০১৬ সালে তাঁর ওডিআই অভিষেক হয়েছিল। কিন্তু, তারপর আর টিম ইন্ডিয়ায় ডাক পাননি বিদর্ভের ফৈয়জ ফজল। সেই অভিষেকের পর আর তিনি ভারতীয় দলে ডাক পাননি। সেই যন্ত্রণা আজও বুকে বয়ে নিয়ে বেড়ান এই ক্রিকেটার। বাঁ-হাতি ফৈয়জ, ২০১৬-র জুনে জিম্বাবোয়ের বিরুদ্ধে হারারে স্পোর্টস ক্লাবে একটি একদিনের ম্যাচ খেলেছিলেন।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)