• CM Court: মানহানিকর ভিডিও শেয়ার বা টুইট করলেই দোষী? বিরাট রায় আদালতের
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৩ মার্চ ২০২৪
  • The Supreme Court:

    বিজেপির আইটি সেলের বিরুদ্ধে একটি ইউটিউব ভিডিও পুনরায় টুইট করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তার জেরে কেজরিওয়ালের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়েছিল। যা নিম্ন আদালতকে এগিয়ে নিয়ে যেতে মানা করল সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ এই ব্যাপারে বলেছে, পুনরায় টুইট করার মানেই যে সমর্থন করা, এমনটা কিন্তু না। যদি এর অর্থ সমর্থন করা হয়, তবেই এক্ষেত্রে আইন নিজের পথে চলতে পারে। কিন্তু এর অর্থ এমনটাও হতে পারে, আপনি ইন্টারনেট বা ওয়েবসাইটে কিছু খুঁজে পেয়েছেন, আর সেই তথ্য ভাগ করে নিচ্ছেন। আদালতে কেজরিওয়ালের হয়ে সওয়াল করেছেন আইনজীবী অভিষেক মনু সিংভি। তিনি বলেন, ‘যদি ইন্টারনেটে শেয়ার করাটা ভুল হয়েছে বলে জানা থাকত, তবে ভুলটা স্বীকার করতে আমার মক্কেলের কোনও বাধা নেই।’
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)