• ‌ভয়ঙ্কর দাবানলের কবলে টেক্সাস
    আজকাল | ০৩ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ভয়ঙ্কর দাবানলের কবলে আমেরিকার টেক্সাস। উত্তর টেক্সাসে ১ হাজার ৭০০ বর্গ মাইল বা চার হাজার ৪০০ বর্গ কিলোমিটার বনভূমি জ্বলছে। টেক্সাসের ইতিহাসে এটিই সবচেয়ে বড় দাবানল বলে দাবি করা হয়েছে। এদিকে টেক্সাসের প্রতিবেশী রাজ্য ওকলাহোমাতেও দাবানল ছড়িয়েছে। মাত্র ৩ শতাংশ এলাকায় দাবানলকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে বলে বন বিভাগ জানিয়েছে। বৃহস্পতিবার বরফ পড়ায় আগুনের তীব্রতা কিছুটা কমেছে। তবে এই দাবানল বিপজ্জনক এবং তা অনিয়ন্ত্রিত বলে জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার টেক্সাসে গিয়েছিলেন। তিনি আমেরিকা–মেক্সিকো সীমান্ত পরিদর্শন করেন। তিনি দুর্গত এলাকা থেকে মানুষজনকে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। এক ৮৩ বছর বয়সী মহিলা দাবানলে মারা গেছেন। কত মানুষ ক্ষতিগ্রস্ত, কত ঘরবাড়ি পুড়ে গেছে তা জানা যায়নি। তবে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। এই বছর তাপমাত্রা অনেকটাই বেশি ছিল বলেই দাবানল এভাবে ছড়িয়েছে বলে জানিয়েছে বন বিভাগ। 
  • Link to this news (আজকাল)