• নকল প্যাকেটে চাল বিক্রির অভিযোগ, ব্যবসায়ীর দোকান-গোডাইনে পুলিশি হানা
    এই সময় | ০৩ মার্চ ২০২৪
  • বহুল প্রচলিত একটি চাল প্রস্তুতকারী সংস্থার প্যাকেট নকল করে বিক্রির অভিযোগে এক চাল বিক্রেতার দোকান ও গোডাউনে অভিযান চালাল ইসলামপুর থানার পুলিশ। ঘটনায় চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের রামগঞ্জে। বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণ নকল চালের বস্তা। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা নকল প্যাকেটে চাল বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন ওই ব্যবসায়ী।অভিযোগ, রামগঞ্জের চাল বিক্রেতা বিমল কুমার আগরওয়ালা ইসলামপুরের একটি সংস্থার চালের প্যাকেট নকল করে ব্যবসা ফেঁদে বসেছেন। প্যাকেট নকল করে তার মধ্যে খারাপ চাল ভরে বিক্রি করা হত বলে অভিযোগ। এই নিয়ে সংস্থার তরফে ব্যবসায়ীকে আগে সতর্কও করা হয়। কিন্তু তাতে কোনও কাজ না হওয়ায় অবশেষে পুলিশের দ্বারস্থ হন সংস্থার কর্ণধার। এরপরেই অভিযোগের ভিত্তিতে ওই ব্যবসায়ীর গোডাউনে ও দোকানে হানা দেয় পুলিশ। ওই ব্যবসায়ীর গোডাউন এবং দোকানে শনিবার অভিযান চালান পুলিশ আধিকারিকেরা। প্রচুর পরিমাণ চালের বস্তা বাজেয়াপ্ত করা হয়।

    এই বিষয়ে ওই সংস্থার কর্ণধার সঞ্জয় কুমার কুণ্ডুর অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই কাজ চালিয়ে যাচ্ছেন বিমল কুমার আগরওয়াল। কয়েক মাস আগে তাঁকে এমনটা না করার জন্যও বলা হয়। কিন্তু তাতেও থামান যায়নি ওই ব্যবসায়ীকে। যার জেরে বাধ্য হয়েই পুলিশের দ্বারস্থ হয়ে হয় তাঁকে। তিনি আরও জানান, নকল চালের প্যাকেট আসল প্যাকেটের মতো হলেও, যে সংস্থা এগুলি ছাপায়, তাদের ফোন নম্বরও প্যাকেলে লেখা থাকে। নকল প্যাকেটে সেই ফোন নম্বর চেক করার সময়, আসলটির সঙ্গে মিল পাওয়া যায়নি। আর তাতেই বোঝা যায় যে ওই ব্যবসায়ী নকল প্যাকেটে চাল ভরে বিক্রি করছেন।

    যদিও তাঁর বিরুদ্ধে ওঠা এই সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন বিমল কুমার আগরওয়াল নামে ওই ব্যবসায়ী। তাঁর পালটা দাবি তাঁকে ফাসানো হচ্ছে। ব্যবসায়ীর দাবি, যে সমস্ত প্যাকেট নকল বলে অভিযোগ করা হচ্ছে, সেগুলি সঞ্জয় কুমার কুণ্ডুর থেকেই নেওয়া। এক্ষেত্রে নতুন করে চাল নেওয়াকে কেন্দ্র করে সঞ্জয়ের সঙ্গে তাঁর মতপার্থক্য তৈরি হয় বলে জানান বিমল। আর তার জেরেই তাঁকে ফাসানো হচ্ছে বলে পালটা দাবি ওই ব্যবসায়ীর। এদিকে এই ঘটনার জেরে গোটা এলাকাজুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। উভয় পক্ষের অভিযোগ, পালটা অভিযোগে খতিয়ে দেখা হচ্ছে সবদিকই।
  • Link to this news (এই সময়)