BJP Candidate List: জনপ্রিয় নয় নতুনেই ভরসা গেরুয়া শিবিরের! বিজেপির প্রার্থী তালিকা থেকে বাদ একাধিক হেভিওয়েট
এই সময় | ০৩ মার্চ ২০২৪
শনিবার লোকসভা ভোটের ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। এই প্রার্থী তালিকায় বেশ কয়েকটি কেন্দ্র আলাদা করে নজর করেছে। বহু হেভিওয়েট প্রার্থীকেই সরানো হয়েছে। একাধিক কেন্দ্রে বহু জয়ী প্রার্থীকে সরিয়ে পদ্মশিবির টিকিট দিয়েছে অন্য়জনকে।নয়া দিল্লি লোকসভা খেন্দ্রে বিজেপি কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখিকে সরিয়ে সেই জায়গায় দাঁড় করিয়েছে নবাগতা বাঁশুরিকে। শুধু মীনাক্ষী নন, তাঁর মতো বহু হেভিওয়েট নেতা-নেত্রীকেই এবারে লোকসভা নির্বাচনে টিকিট দেয়নি বিজেপি। মধ্য় প্রদেশের ভোপাল লোকসভা কেন্দ্র কে বিজেপির অন্য়তম নামী সাংসদ সাধ্বী প্রজ্ঞাকে এবার টিকিট দেয়নি দল। ভোপালে এবার বিজেপির দাঁড় করাচ্ছে প্রাক্তন মেয়র অলোক শর্মা। সাধ্বী প্রজ্ঞার বিতর্কিত মন্তব্যের পরই তাঁকে সরানো হয়েছে বলে মনে করা হচ্ছে। অন্য়দিকে, বিজেপি টিকিট দেয়নি কেন্দ্রীয় মন্ত্রী টিকিট দেয়নি নরেন্দ্র সিং তোমরকে। সেখানে দাঁড় করানো হয়েছে শিবমঙ্গল সিং তোমরকে। প্রথম প্রার্থী তালিকায় বাংলার ক্ষেত্রেও বেশ চমক দিয়েছে গেরুয়া শিবির। লাংলার কয়লা বলয় তথা আসানসোলের এবার ভোট যুদ্ধে বিজেপি এবার নামাচ্ছে নতুন মুখ পবন সিংকে। ভোজপুরী ইন্ডাস্ট্রির সুপারস্টার তিনি। একদিকে নায়ক অপর দিকে গায়ক হিসেবেও তাঁর সুখ্যাতি রয়েছে।
অন্যদিকে উত্তর প্রদেশের রামপুর কেন্দ্র থেকে অভিনেত্রী তথা বিজেপি নেত্রী জয়া প্রদাকে সরিয়ে সেখানে টিকিট দেওয়া হয়েছে ঘনশ্যাম লোধীকে। দিল্লির কেন্দ্রগুলিতেও বেশ নজরকাড়া প্রার্থীর নাম। উত্তর পূর্ব আসন থেকে নিজের কেন্দ্রটি ধরে রাখতে পেরেছেন মনোজ তিওয়ারি। এবারও তাঁকে এই কেন্দ্র থেকে পার্থী করেছে দল। অন্যদিকে, নয়া দিল্লি কেন্দ্রে কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখিকে সরানো হয়েছে, তাঁর জায়গায় নতুন করে জায়গা করে নিয়েছেন সুষমা স্বরাজের মেয়ে বাঁশুরি স্বরাজ। অন্যদিকে, চাঁদনিচকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধনকে সরিয়ে প্রার্থী করা হয়েছে প্রবীণ খাণ্ডেলওয়ালকে। এবার টিকিট পাননি রমেশ বিধুরী। দক্ষিণ দিল্লি থেকে রমেশ বিধুরিকে সরিয়ে রামবীর সিং বিধুরিকে প্রার্থী করেছে বিজেপি। পশ্চিম দিল্লি আসন থেকে বিজেপি দুইবারের সাংসদ পারভেশ সাহেব সিং ভার্মার জায়গায় কমলজিৎ সেহরাওয়াতকে টিকিট দিয়েছে।
মধ্যপ্রদেশের প্রার্থীদের তালিকায় সাতজন বর্তমান সাংসদের পরিবর্তে নতুন মুখকে অন্তর্ভুক্ত করেছে বিজেপি। বর্তমান সাংসদ বিবেক নারায়ণ শেজওয়ালকরের পরিবর্তে গোয়ালিয়র লোকসভা আসন থেকে ভারত সিং কুশওয়াহাকে প্রার্থী হিসাবে মনোনীত করেছে। গুনা থেকে বর্তমান সাংসদ কৃষ্ণপাল সিং যাদবকে সরিয়ে এই আসন থেকে প্রার্থী করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে। বিজেপি প্রার্থী লতা ওয়াংখেড়ে সাগর লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, যেটি বর্তমানে রাজবাহাদুর সিংয়ের হাতে রয়েছে। টিকমগড় (সংরক্ষিত) আসন থেকে লড়বেন বীরেন্দ্র খটিক। বিজেপি বিদিশার সাংসদ রমাকান্ত ভার্গবকে সরিয়ে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে এই আসন থেকে প্রার্থী করেছে। অলোক শর্মা ভোপাল আসন থেকে প্রার্থী হবেন, যেটি বর্তমানে সাধ্বী প্রজ্ঞা সিং দলীয় সাংসদের হাতে রয়েছে। দলীয় প্রার্থী অনিতা নাগর সিং চৌহান রতলাম (সংরক্ষিত) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। গুমান সিং দামোর বর্তমানে এই আসনে বিজেপির সাংসদ। এছাড়াও একধিক রাজ্যে বিজেপি বিদ্যমান সাংসদদের সরিয়ে নতুনদের জায়গা করে দিয়েছে।